পাতা:আর্য্যাবর্ত্ত (প্রথম বর্ষ).pdf/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.......... بلنبیین بیان; 飘 * ፡ ኵው స్టో', ::ج

  • في "إيبه

雷* - : ," " محمد 匣 aassive-- mass বেশী-এই অর্থে আমি বলিব, ইহাতে দ্রব্য আছে অনেকখানি। এই দ্রব্য শব্দকেই জড়-বিজ্ঞাপক বলিয়া ধরিয়া লইতে পারি। * এই দ্রব্য-পরিমাণ নিরূপণের উপায় কি ? পদার্থবিদ্যা এই উপায় নির্ধারণ করিয়াছেন। ধাক্কা দিবার ও ধাক্কা খাইবার ক্ষমতাই জড়ত্ব ; এই ক্ষমতা দেখিয়া জন্যের মাত্রা নিরূপিত হয়। যে কোন দ্রব্যে ধাক্কা দিলে উহা বিচলিত হয় অর্থাৎ কতকটা বেগ অর্জন করিয়া সেই বেগে চলিতে থাকে। দুইটা দ্রব্যে সমান ৰাক্কা দিলে দুইটাই বেগ অর্জন করে। যদি সমান ধাক্কা পাইয়াসমান বেগে চলিতে আরম্ভ করে, তাহা হইলে উহাদের উভয়ের দ্রব্য সমান বলিয়া গৃহীত হয়। যদি সমান, বেগ অর্জন না করে, তাহা হইলে দ্রব্য অসমান বলিয়া গণ্য হয়। যেটার বেগ অধিক হইবে, সেটার দ্রব্য অল্প, যেটার বেগ অল্প হইবে সেটার দ্রব্য অধিক। শূন্য কুতে ধাক্কা দিলে উহা হাঁটমট করিয়া ছুটয় পড়ে ; পূর্ণ কুম্ভে ধাক্কা দিলে উহা কিঞ্চিৎ মাত্র বিচলিত হয়। পূর্ণ কুম্ভের দ্রব্য-পরিমাণ অধিক, শূন্য কুম্ভের অল্প। দুইটা হাতীর দাঁতের ভাটা পরস্পরের অভিমুখে সমান বেগে চুটিয়া আসিলে পরস্পরকে ধাক্কা দিয়া ও পরস্পরের ধাক্কা খাইয়া বিপরীত মুখে ফিরিয়া যায়। যদি সমান বেগে ফিরিয়া আসে, তাহা হইলে তাহদের দ্রব্য সমান বলা হয় ; * আর যদি অসমান বেগে ফিরিয়া আসে, তাহা হইলে যেটার বেগ অধিক সেটায় দ্রব্য ‘অগ্নি, যেটার বেগ অল্প সেটার দ্রব্য অধিক বলিয়া গৃহীত হয়। পরস্পরের ধাক্কা পাইয়া যাহা অধিক বিচলিত হয়, তাহাতে অল্প দ্রব্য ও যাহা অল্প বিচলিত হয়, তাহাতে অধিক দ্রব্য আছে। দুই সমান দ্রব্য সমান ধাক্কা খাইয়া সমান বেগই অর্জন করে। দ্রব্য-পরিমাণের ইহাই বিজ্ঞানসন্মত উপায়। ওজন করিয়া KJ নির্দেশের sè অনুচিত ; কেন না, স্থানভেদে ওজনের তারতম্য হয় ; কিন্তু যাহাকে দ্রব্য বলিতেছি, যাহা জড়ের জড়ত্ব, স্থানভেদে তাহার কোন তারতম্য হয় না। এক সের চালের বা দশ ভরি সোণার ওজন সর্বত্র সমান নহে, কিন্তু এক সের ঢাল সর্ব্বত্রই এক সেরা চা’ল, আর দশ ভরি সোণ সর্ব্বত্রই দশ ভরি সোণা। সের আর ভরি প্রকৃত পক্ষে দ্রব্য-পরিমাণ নির্দেশ করে, ওজনের পরিমাণ নির্দেশ করে না। এক ভরি সোণা আর এক ভরি রূপা, উভয়ে অঙ্গাঙ্গ বিষয়ে সম্পূর্ণ বৈসাদৃশ্য থাকিলেও উভয়েরই দ্রব্য-পরিমাণ সমান ; কেন না, সমান ধাক্কায় উমায়া সমান বলে বিচলিত হয়। হুগলিতেও হয় আবার দিীতেও হয়, ভূমণ্ডলেণ্ড হাখমাধাৱচলামগুলেণ্ড হয়। কাজেই এই ভরি-পরিমিত দ্রব্য সোণ-রূপার খাতা