পাতা:আর্য্যাবর্ত্ত (প্রথম বর্ষ).pdf/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তরাধিকারী Seb ו רלטיב ויR& 8 কলিকাতায় আসয়া ভবতারণ শাশুড়ীর চিকিৎসার ব্যবস্থা করিল। রোগিণী ডাক্তারের ঔষধ খাইতে আপত্তি করায় কবিরাজ ডাকা হইল। কবিরাজ দুই দিন দেখিবার পর বলিলেন, যতক্ষণ শ্বাস- ততক্ষণ চিকিৎসা, কিন্তু চিকিৎসায় রোগ আরোগ্য হইবার সম্ভাবনা অল্প ; কারণ, রোগভোগের ফলে রাগিণীর জীবনীশক্তি অত্যন্ত ক্ষীণ হইয়াছে। চিকিৎসা চলিতে লাগিল। { এক মাসের কিছু অধিক কাল পরে কন্যার ও ভগিণীর আর্তনাদের মধ্যে ভাবতারণের শাশুড়ীর প্রাণবায়ু ঊর্তাহার দেহ ত্যাগ করিল। ভবতরণ পত্নীকে বুঝাইয়া দেশের সম্পত্তি বিক্রয় করিল এবং কলিকাতায় একখানি গৃহ ক্রয় করিয়া বাস করিতে লাগিল। তাহার শাশুড়ীর ভগিণী তাহার ও তাহার পত্নীর একান্ত অনুরোধে তাহদের সংসারেই রহিয়া গেলেন। শাশুড়ীর মৃত্যুর পূর্বেই ভবতারণ সুরিনাথ নাম লইয়া বিদ্যালয়ে ভর্ত্তি হইয়াছিল। এখন সে নিশ্চিন্ত হইয়া পাঠে মনোযোগ দিল। সে পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জীবন সংগ্রামে জয়ী হইবে এবং খ্যাতি ও অর্থ অর্জন করিবে এ বিষয়ে কৃতসঙ্কল্প হইয়াছিল। ভ্রাতার ব্যবহারে তাহার মনে এই সঙ্কল্প সমুদিত হইয়াছিল। সে স্বভাবতঃ একগুয়ে-সে। এই সঙ্কল্প কার্য্যে পরিণত করিতে প্রাণপাত পর্য্যন্ত করিবে, স্থির করিয়াছিল। কলিকাতায় সে কাহারও সহিত মিশিত না। একে সে মফঃস্বল হইতে আসিয়া সবই নূতন বােধ করিত, তাহাতে আবার তাহার অধিকাংশ সহপাঠীই তাহার অপেক্ষা বয়সে ছোট-এই জন্য সে কাহারও সহিত মিশিবার সুযোগ পাইত না,-সে। প্রবৃত্তি ও তাহার ছিল না । সে অনন্তকর্ম্ম হইয়া অধ্যয়ন করিত। - তাহার পক্ষে এই অনন্যসাধারণ মনোযোগের ও অসাধারণ উৎসাহের পুরষ্কার লাভ করিতে বিলম্ব হইল না। পূর্ববার ভবতারণ পরীক্ষায় উত্তীর্ণ হইতে না পারিয়া জ্যেষ্ঠ কর্তৃক লাঞ্ছিত হইয়াছিল, এবার সুরিনাথ নামক একজন পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ বালকদিগের মধ্যে সর্বোচ্চস্থান অধিকার করিয়া বহু বালকের ঈর্য্যা ও বহু শিক্ষকের বিস্ময় উৎপাদনা করিল। বলাবাহুল্য এই সাফল্যে ভবতারণ স্বয়ং অসীম আনন্দ লাভ করিল ; এবং দ্বিগুণ উৎসাহে অধ্যয়নে প্রবৃত্ত হইল। 弹 ইহার পর হইতে ভবতারূণের সাফল্যে আর কোন বিন্ন উপস্থিত হইল না।