পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সৰ্গ । SVO শ্ৰীত হইয়া থাকে । বিজিগীষু রাজা দিখিাজয়ব্যাপারে প্ৰবৃত্ত হইয়া বিজয়ী হইলে, লোকে যে পরিমাণে ভঁাহাকে প্রশংসা ও সাধুবাদ প্ৰদান করিয়া থাকেন, শান্তশীল রাজা রাজ্যশাসনে ও প্ৰজাপালনে সম্পূর্ণ কৃতকাৰ্য্য হইয়া কদাচি তদনুৰূপ প্ৰশংসা ও সাধুবাদ লাভ স্বাকরিতে পারেন না । যাহা হউক, প্রাজ্ঞেরা বলিলেন, আমি যাহা কহিলাম, মাইনসের অভিপ্ৰায়ের সহিত তাহার সম্পূর্ণ ঐক্য হইয়াছে । সভাপতি কহিলেন, আদ্য এপলে দেবের অভিপ্ৰায় সম্পন্ন হইল। মাইনস। তঁহার নিকট এই জানিবার প্রার্থনা করিয়াছিলেন যে, আমি ষে বিধি প্ৰতিষ্ঠিত করিলাম, আমার, সন্তানপরস্পর কতকাল তদনুসারে রাজ্যশাসন করিবেকি ? তাহাতে তিনি এই উত্তর পাইয়াছিলেন যে, যখন কোন বৈদেশিক তোমার প্রতিষ্ঠিত বিধির প্রকৃত তাৎপৰ্য্য ব্যাখ্যা করিয়া ঐ বিধির আধিপত্য স্থাপন করিবেক, তখন তোমার বংশের রাজ্যধিকার নিবৃত্ত হইবেক । আমরা মনে করিয়াছিলাম, কোন দেশান্তরীয় দুবৃত্ত নরপতি আমাদের এই দ্বীপ জয় ও অধিকার করিবেক ; কিন্তু ইউলিসিসের পরম প্ৰাজ্ঞ পুত্ৰ ঐ দেববাণীর যথার্থ অর্থেম্ভেদ করিয়া আমাদিগের অন্তঃকরণ হইতে সেই বিষম আশঙ্কার সম্পূর্ণ নিরাকরণ করারাছেন । এক্ষণে আর বিলম্বে প্রয়োজন নাই, ত্বরায় তাহাকে অভিষিক্ত ও সিংহাসনে সন্নিবেশিত করা যাউক । ro