পাতা:সুকথা - দীনেশচন্দ্র সেন.pdf/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

इंरकथा °d@ হইয়াছে। জটিল ও নিবিড় সুবৃহৎ কল্পনা হইতে ইতস্ততঃ প্ৰতিফলিত সত্যের কিরণরেখা আমাদিগকে একটি প্রকৃত ঐতিহাসিক জগতের সন্ধান দিতেছে। বুাজদ্বারে, মিথ্যা কথা না বলিলে মৃত্যুর আশঙ্কা-মিথ্যা বলিলে প্রচুর ঐশ্বৰ্য্য করায়ত্ত হইবে, এই সমস্যার ইতিকৰ্ত্তব্যতা নিৰ্দ্ধারণ করিতে হইলে আজ কাল, কয়জন বাঙ্গালী হরিহর বাইতির মত দুশ্চিন্তায় নিপীড়িত হইবেন ! স্বামীর নৈতিক অধঃপতনে বিমলা যেরূপ মৰ্ম্মব্যথা পাইয়া সহধৰ্ম্মিণী নামের সার্থকতা করিয়াছিল-আজ বঙ্গের কতজন গৃহলক্ষী মিথ্যাচরণের বিরুদ্ধে স্বামীকে সেই ভাবে ডুদ্বোধিত করিতে পারেন ? ধৰ্ম্মমঙ্গল কাব্য, নানা অতিরঞ্জিত ও কাল্পনিক সাজসজার অভ্যন্তর হইতে, যে সামাজিক চিত্ৰ উদঘাটন করিয়া