পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাৰ্বজনীন y) অগােচর থাকবে না, সারাদিন বাধ্যতামূলক মেলামেশা চলবে—এ কথা।” ভেবে মনটা বিগড়ে গেছে সকলের । একটা পাটসন তুলে কোণের দিকের ঘরখানায় সবিতাদের থাকবার ব্যবস্থা করার কথাও উঠেছে ইতিমধ্যে। সবিতা বলে, এবার বুঝলেন তো ? এ রকম খাপছাড়া ব্যাপার কি সংসারে চলে? আমরা কেউ নই, সমান দরের লোকও নই, আমরা এসে বারো মাস ঘরের লোকের মত ঘর জুড়ে থাকিব-এটা কেন বরদাস্তু করবে। সবাই ? অবশ্য আপনার কথা আলাদা। সাধন বিমর্ষ হয়ে বলে, বস্তির ঘরে থাকতে পারবে ? : কেন পারব না ? ওখানে মানুষ থাকে না ? বস্তিতে সুবিধা না হয়, কাছের ওই কলোনীতে চলে যাব-একটা ঘর তুলে নেব। কলোনীর কথাই আমি বেশী করে ভাবছি। : उत्रांधेि शनेि बादशा ऋद्ध शेि ? সবিতা একটু ভেবে বলে, দেবেন। কিন্তু ভুলবেন না যেন আমরা গরীব। সামান্য যে টাকা আছে খরচ করে ফেললে চলবে না। কতদিনে कि बादश श्ख्न किङ्कुछ्रे ठेिक ८नझे । সাধন তার ডান হাতটি চেপে ধরে বলে, না গো গণেশ, আমি তা ভুলব না। তোমাদের আমি টাকা দিয়ে সাহায্যও করব না, তোমরা যে গরীব তাও ভুলব না। সবিতা বলে, আমি সত্যি গণেশ নই, মেয়েছেলে-এটাও ভুলবেন a CR সাধন। তার হাত ছেড়ে দেয় । বত্তিতে অঘোরদের বাড়ীতে একখানা ভাল ঘর খালি ছিল। ইটের