পাতা:শ্রীধর্ম্মমঙ্গল - ঘনরাম চক্রবর্তী.pdf/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিবেদন । ঘনরাম রচিত “শ্ৰীধৰ্ম্মমঙ্গল” গ্রন্থের তৃতীয় সংস্করণ প্ৰকাশিত হইল। প্রথম সংস্করণে মূল ও টীকা একত্র করিয়া প্ৰকাশ করা হইয়াছিল; দ্বিতীয় সংস্করণে টীকা বাদ দিয়া কেবল মূল অংশই প্ৰকাশিত হয়। এবার তৃতীয় সংস্করণে পুনরায় মূল ও টীকা একসঙ্গে প্ৰকাশ করা হইল,-কারণ, এইরূপ সংস্করণেই পাঠকগণের অনুরাগ অধিক। প্রথম সংস্করণে স্বগীয় যোগেন্দ্ৰচন্দ্র বসু মহাশয় এই গ্রন্থের যে ভূমিকা লিথিয়ছিলেন, তাহাও এই তৃতীয় সংস্করণে সংযোজিত করা হইল। সেই বিস্তৃত ভূমিকা হইতেই পাঠকগণ এই অপূৰ্ব্ব গ্রন্থের পূর্ণ পরিচয় প্রাপ্ত হইবেন। अदक्ष, S७s५ । বঙ্গবাসী কাৰ্য্যালয় ; ଵି:- दक्लिकड़ी ।