পাতা:আর্য্যাবর্ত্ত (তৃতীয় বর্ষ - দ্বিতীয় খণ্ড).pdf/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর্য্যবর্ত্ত । 9 नर्ष-२४* ९२J । واس۹bمه বলিলেন, “কেন, আপনার মাতা কি সুখী নহেন ?” রাজপুত্র বলিলেন, “আমার भांडां ब्रि झांख्वि खनन का अन ।।” জাতীয় সমিতি ভাসোলিস হইতে প্যারিস নগরে স্থানান্তরিত হইয়া অভিনব প্রকারে দেশের শাসন-প্রণালী সংগঠিত করিলেন। সমগ্র দেশ। ৮৪ বিভাগে বিভক্ত হইয়৷ প্রত্যেক বিভাগ ভিন্ন ভিন্ন জিলায় এবং প্রত্যেক জিলা ভিন্ন ভিন্ন ক্যােণ্টনে বিভক্ত হইল। কয়েকটি “প্যারিস” লইয়া একটি ক্যােণ্টন সংগঠিত হইল । প্রত্যেক বিভাগে একটি শাসন-সমিতি এবং একটি কার্যনিৰ্বাহক সমিতি সংস্থাপিত হইল । শ্রমজীবিগণের তিন দিবসের পারিশ্রমিৰুপরিমিত করদাতৃগণ ক্যাণ্টনে সমবেত হুইয়া প্রতিনিধি-নিৰ্পিবাচনের অধিকার প্রাপ্ত হইল। ক্যাণ্টন-নির্বাচিত প্রতিনিধিগণ জাতীয় সমিতি, শাসন-সমিতি ও কার্য্যনিৰ্বাহক সমিতির সভ্যগণকে এবং বিচারালয়সমূহের বিচারপতি গণকে নির্বাচন করিবার ক্ষমতা প্রাপ্ত হইলেন । জাতীয় সৈনিকগণের কর্ম্মচারীদিগকে মনোনীত করিবার ভার ও তাঁহাদের হস্তে ন্যস্ত হইল। প্রত্যেক প্রধান নগরে একটি মিউনিসিপালিটি ও একটি শাসন-সমিতি প্রতিষ্ঠিত হইল। বিচার-কার্যের সৌকর্য্যার্থে বিচারালয়সমূহ অভিনব প্রকারে সংগঠিত হইল ও সঙ্গে সঙ্গে পালিয়ামেণ্টগুলির অস্তিত্ব বিলুপ্ত হইল। কিয়ৎকাল পরে জাতীয় সমিতি যুদ্ধ ঘোষণা ও সন্ধিসংস্থাপনের ভার স্বহস্তে গ্রহণ করায় ফরাসিরাজ সর্ব্বশক্তিশূন্য হইয়া পড়িলেন। রাজসিংহাসন সমূলে উৎপাটিত হইবার উপক্রম দৃষ্ট মহামতি মিরাবোর চৈতন্য হইল। তিনি রাজশক্তিসংরক্ষণের নিমিত্ত প্রচ্ছন্নভাবে চেষ্টা করিতে লাগিলেন। সুতরাং রাজপরিবারবর্গের আনন্দের পরিসীমা রহিল না ; রাজা ও রাজ্ঞীর বর্তমান অবস্থা অতীব শোচনীয়। র্তাহারা মর্য্যদাভ্রষ্ট ও হৃতশক্তি হইয়া বিপ্লবসমাকীর্ণ সিংহাসনে উপবিষ্ট। সেই বিশাল রাজ্যের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্য্যন্ত র্তাহাদের वङ्ग:बांक्षत्र DD DBBD BBB DDD SS SKDDLL BDBB BDBB DDBDB SY কার্য্যদক্ষ ও প্রতিভাশালী ব্যক্তির আশ্রয় প্রাপ্ত হইয়া তাহারা আপনাদিগকে ভাগ্যবান মনে করিতে লাগিলেন। মিরাবোর ন্যায় কার্য্যদক্ষ ব্যক্তি কার্যভার গ্রহণ করিলে কার্য্যোদ্ধার বিষয়ে আর সংশয় থাকে না। তিনি ধর্ম্মবিহীন ও চরিত্রবিহীন হইলেও তত্ত্ব ল্য দ্বিতীয় ব্যক্তি এইক্ষণ ফরাসিদেশে নাই। সুতরাং রাজা ও রাজী উপযুক্ত ব্যক্তির হস্তে আত্মসমর্পণ করিয়াছেন তদ্বিষয়ে অণুমাত্র সন্দেহ নাই ।