পাতা:সুকথা - দীনেশচন্দ্র সেন.pdf/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o श्रकथा কেন ? দিগম্বর নিতান্ত অবসন্ন হইয়া পড়িয়াছিলেন। কষ্টের সহিত অশ্রু। ংবরণ করিয়া ভঁাহাকে সমস্ত কথা বলিলেন । সহপাঠী শুনিয়া দুঃখিত হইলেন এবং বলিলেন-“তোমার আর | কোন কষ্ট ভোগ করিতে হইবে না, এস আমাদের বাড়ীতে থাকিবো।” বন্ধু অতি যত্নে তাহাকে হাত ধরিয়া নিজের বাড়াতে লইয়া আসিলেন এবং তাঁহাকে বিশেষ আদরে তথায় রাখিলেন । দিগম্বরেরও থাকিবার সমস্ত সুবিধাই छ्रेल्ल । কিন্তু কয়েকদিনের মধ্যেই দিগম্বর বুঝিতে পারিলেন, তাহার সহাধ্যায়ী অতি কুচরিত্র। কোন একদিনের বিশেয় । কটি ঘটনায় দিগম্বর উহার চরিত্রে সম্বন্ধে সন্দিগ্ধ হইয়া গৃহের জনৈক ভৃত্যকে সেই ঘটনার গুঢ় কথা জিজ্ঞাসা করিলেন, তাহাতে ।