পাতা:সুকথা - দীনেশচন্দ্র সেন.pdf/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"Ե8 रकथों নীতি ও ধৰ্ম্মের কথা বলিতেন, তাহার চরিত্রের জ্যোতিতে তাহ আরও উজ্জ্বল । হইয়া উঠিত, সেই সান্ধ্য সম্মিলন কি মধুর ছিল ! কত সঙ্গীত, কত বক্ততা ও কত কৌতুক-মুখরিত সভাসমিতিতে গিয়াছি । কিন্তু একনিবিষ্টচিত্তে বসিয়া এই সজজন মহোদয়ের নিকট যে উপদেশময়ী কাহিনী শুনিয়াছি ও তা হাতে যেরূপ চিত্ত নিৰ্ম্মল হইয়া গিয়াছে, এরূপ আর কিছুতেই হয় নাই। লোকের অন্নাভাবের কথা বলিতে যাইয়া দিগম্বর সরল কথায় আমাদের হৃদয় স্পর্শ করিতেন, দুভিক্ষপীড়িত কঙ্কালসার মনুষ্য আমাদের একান্ত পরিজনের মত বোধ হইত ও তাহাদের কথা ভাবিয়া হৃদয় ভাঙ্গিয়া যাইত । ক্ষণেকের জন্য পরের দুঃখ নিজের মত বোধ হইত, নিজের দুঃখ পরের দুঃখের মত বোধ হইত। মানুষ্যের সেবার জন্য