পাতা:সুকথা - দীনেশচন্দ্র সেন.pdf/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুকথা ክ”$ . বাজারের অনেক লোক তঁহার নানা গুণ কীৰ্ত্তন করিয়া উচ্চৈঃস্বরে কঁাদিয়াছিল । আম্রবিক্রোতৃগণ বালকের ন্যায় লুটাইয়া কঁাদিতেছিল ; রোজ ১৫২০ টাকার আমি তাহারা আর কোথায় বিক্রয় করিবে ! দরিদ্র, পঙ্গু, অন্ধ “আজি অনাথ হইলাম” বলিয়া হাহাকার করিতে লাগিল । তাহার স্বগারোহণে সমস্ত ফরিদপুরবাসী লোকবৃন্দের ব্যাকুলতা, র্তাহার শ্যালক পুত্র শরতের তীব্ৰ চীৎকার, গাভী ও ছাগলগুলির সাশ্রনেত্ৰ নিম্পন্দতা প্রভৃতি মিলিত হইয়া সে স্থানটিকে যেরূপ করুণ রসের সজীব প্ৰতিকৃতি করিয়া তুলিয়াছিল, তাহা ভুলিবর নহে। আর শোকেরু প্ৰতিমূৰ্ত্তি নিঃসন্তান ত্ৰিয়মাণা অনাথিনীর ছবিখানি, আমাদের নিকট যে হৃদয়বিদারক শোকের কথা নীরবে: প্রচার করিতেছিল, তাহা হৃদয়ে চিরমুদ্রিত