পাতা:সুকথা - দীনেশচন্দ্র সেন.pdf/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুকথা ዓ¢ বাড়ী হইতে পারিত । বহুসংখ্যক সুবৃহৎ খড়ের ঘর যুক্ত বাড়ীতে অগ্নি ও চোরের ভীতি সহ কারিয়া তিনি আজীবন অসুবিধা ভোগ করিয়া গিয়াছেন । মৃত্যুর বৎসর তঁহার আয় ৫০ ০০ ০০ টাকা হইয়াছিল, অথচ হঠাৎ মরিয়া গেলেন। পরে সিন্ধুকে মাত্র ২০০১ টাকা পাওয়া গিয়াছিল। এরূপ অজস্র ব্যয়ী হইয়াও তিনি নিজের সুখের জন্য এক কপৰ্দকও খরচ করিতে কুষ্ঠিত ছিলেন । একদিন আমাকে বলিয়াছিলেন, “কোটাবাড়ী দিলে ঘরামিগুলি উঠাইয়া দিতে হইবে, কোটাবাড়ীর কথা শুনিলে ইহাদের মুখ কঁাদ কঁাদ হয়, আমি ইহাদের বহুদিন হইতে প্ৰতিপালন করিয়া আসিতেছি ।” এই স্বীয় সুখচিন্তাবর্জিত একান্ত অনাড়ম্বর ব্যক্তি দরিদ্রদিগকে দান করিবার কালে মহারাজের ন্যায় মুক্ত