পাতা:সুকথা - দীনেশচন্দ্র সেন.pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুকথা S সে এক জঘন্য অভিনয়ের বৃত্তান্ত তাহাকে *অবগত করাইল । সহাধ্যায়ী বন্ধুপ্রবারের এই কীৰ্ত্তি অবগত হইয়া দিগম্বর দুঃখিত হইলেন এবং তৎক্ষণাৎ তাহার নিকট যাইয়া বলিলেন “দেখ ভাই আমি অতি S BBBB TDDS DBDD DTD BDB DS তোমরা বড় মানুষ, তোমাদিগের সকলই সাজে। তবে যে পথে চলেছ, সে পথ ভাল নহে, উহা ত্যাগ কর । আমি। বড় ভীত হইয়াছি, এখানে থাকা আমার সাহসে কুলায় না ; আমায় ক্ষমা করিও, আমি চলিলাম।” বন্ধুবরের নানারূপ অনুনয় বিনয় উপেক্ষা করিয়া দিগম্বর আহারাদি না করিয়াই পুথি, কয়েকখানি লইয়া অমাবার রাস্তার উপর দাড়াইলেন । কে কোথায় স্থান দিবে, আহার দিবে, এ চিন্তা বালকের মনে একবারও হয় নাই ; • যে ধৰ্ম্মনীতিপ্ৰসূত ভীতি ও সাবধানতা