পাতা:সুকথা - দীনেশচন্দ্র সেন.pdf/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o. S$8 সুকথা দৃষ্ট হইবে, এখনও বহুসংখ্যক লোক পিপীলিকাকে মিষ্টদ্রব্য দান করিয়া “আত্মবৎ সর্বভুতেষু”। শ্লোকের মৰ্ম্ম জীবনে অনুষ্ঠান কবিবার চেষ্টা করিয়া থাকে, এখনও ভারতবর্ষের বহুসংখ্যক লোক নিরামিষ ভোজন করেন এবং র্যাহারা আমিষ ভক্ষণ করেন, তাহারাও নিরামিষাশীকে শ্রদ্ধা ও ভক্তির চক্ষে দেখেন, -উন্মত্ত বা বুদ্ধিহীন মনে করেন না । এখনও ভগবানের নাম লইয়া আহবান করিলে ভারতবর্ষের দূর সীমান্ত হইতে जांgा °i७श यांश, Gथन8 दूरस्टrशब्लांद्ध দৃশ্য দেখিলে মনে হয় না যে, ভারতবর্ষে ধৰ্ম্মের লোপ হইয়াছে । দারিদ্র্য ভারতবর্ষের সর্বপ্ৰধান বিপদ নহে । দরিদ্র ভারতবর্ষ সহস্ৰ সহস্ৰ বৎসর টিকিয়া আছে, কিন্তু ধৰ্ম্মহীন ভারতবর্ষ একদিনও টিকিবে না । যে |