পাতা:সুকথা - দীনেশচন্দ্র সেন.pdf/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুকথা >२१ ষ্ঠিত করিয়া বিগ্রহের পূজা হইতেছে না, -সুতরাং তিনি স্বয়ং পৌরোহিত্যের ভার গ্ৰহণ করেন । রামকৃষ্ণ ভ্ৰাতার এই ব্যবহারে দুঃখিত হইয়াছিলেন এবং বিষন্ন হইয়া বলিয়াছিলেন, “যে বংশের কেহ ব্ৰাহ্মণ ভিন্ন অপর কোন জাতির দান গ্ৰহণ করেন নাই, তুমি সেই বংশে জন্মিয় কৈবৰ্ত্তের পূজরীর চাকরি লইয়াছ.” অর্থলোভে ভ্ৰাতা এই কাৰ্য্য করিয়াছেন, এই আশঙ্কায় রামকৃষ্ণ উক্তরূপ বলিয়াছিলেন, কিন্তু ভ্ৰাতা তঁহাকে বুঝাইয়া দিলেন, শাস্ত্রানুসারে কৈবৰ্ত্তের, মন্দির-প্রতিষ্ঠায় কোন দোষ নাই। তিনি তাহা বুঝিয়া ব্যবস্থা দিয়াছিলেন, তাহার ব্যবস্থানুসারে মন্দির স্থাপন করিয়া রাসমণি বিপন্ন হইয়াছেন, এখন তঁহার সরিয়া পড়া অন্যায় ! অপর • কেহ পুরোহিত হইবেন, ইহাই তাহার