পাতা:সুকথা - দীনেশচন্দ্র সেন.pdf/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> R o সুকথা সমস্ত সৌরকরদীিপ্তি খড়ের চালের প্রতিটি তৃণ উদ্ভাষিত করিতে চায় কেন ? ক্ষুদ্র তারকার আলোই একটি কীটের পক্ষে যথেষ্ট, তথাপি পূৰ্ণচন্দ্রের সমস্ত জ্যোৎস্না-বৈভব তাহার, ক্ষুদ্র দেহ স্পর্শ করে কেন ? সার্বভৌমিক তত্ত্ব ভারতবর্ষ পাইয়াছে, তাহা হইতে অতি হীন ব্যক্তিকেও বঞ্চিত করা পাপ । ভারতবর্ষের দৃষ্টি অস্তুর ঘরে নহে, — উহা শ্মশানে, চিতার অগ্নিতে । জন্ম অপেক্ষা মৃতু্যকেই এদেশ বেশী চিনিয়াছে ; অপরের নিকট ঐহিহঁক ঐশ্বৰ্য্য ধ্রুব সত্য, ভারতবাসীর নিকট সেই ঐশ্বৰ্য্য ক্ষণভঙ্গুর, এই তত্ত্বই ধ্রুব সত্য । এই অবস্থায় সার্বভৌমিক তত্ত্ব গ্ৰহণ করা তাহার পক্ষে সহজ, উহা কখনই অনায়াত্ত বলিয়া সে অগ্রাহ করিতে পারে না । ভারতবর্ষের বর্তমানকালের শ্রেষ্ঠ ।