পাতা:সুকথা - দীনেশচন্দ্র সেন.pdf/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুকথা t নিশীথিনীর ক্ৰোড়ে সেইরূপ বিশ্রাম পাইয়াছে ; একমাত্ৰ হরিহর বাইতির চক্ষে নিদ্ৰা নাই-তাহার ব্যথা নিবারণের জন্য নিশীথিনী স্বীয় মন্ত্রপূত কর বুলাইয়া দিতেছেন , না-তাহার বালিসের নীচে দ্বাদশটী মোহর ও দ্বিশত মুদ্রা পরম পরিাতৃপ্তি ও দুঃসহ ব্যথায় জড়িত হইয়া যে উৎকট অধৈৰ্য্যের সৃষ্টি করিয়াছে,তাহাতে হরিহর বিনিদ্র হইয়া রহিয়াছে। সে কি যেন পাইয়াছে।--তাহা যেমনই আনন্দ সহকারে আস্বাদ করিতে যাইবে, অমনি সে কি যেন হারাইয়া ফেলিয়াছে, তাহার অস্পষ্ট বেদনাপূর্ণ স্মৃতি সেই আনন্দরসাস্বাদের বিস্ত্ৰ জন্মাইতেছে। পরদিন প্ৰাতে রাজার কোটাল হরিছর বাইতির বাড়ীতে উপস্থিত হইয়া दब्रिॉब्ल, “इंब्रिश्न : ८ऊांशांद्र ड्रांऊनख्ठांझ তলপ পড়িয়াছে।--তুমি শীঘ্ৰ এস।”