পাতা:আর্য্যাবর্ত্ত (তৃতীয় বর্ষ - দ্বিতীয় খণ্ড).pdf/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 आशीिJादé ७ -»>* ९९ ।। তখন ব্রাহ্মণ ইক্ষুদণ্ডপূর্ণ বস্ত্রখণ্ড উপাধানের আকারে মস্তকের নিম্নে রাখিয়া প্রাসাদের সিড়ির উপর শয়ন করিল। ব্রাহ্মণ গাঢ় নিদ্রায় অভিভূত হইলে রাজ-বাটীর জনৈক পরিচারক সেই ইক্ষুদণ্ডগুলি অপহরণ করিয়া তৎপরিবর্তে কয়েক খণ্ড ভস্মীভূত কাঠ রাখিয়া গেল। ব্রাহ্মণ প্রভাতকালে ইক্ষুদণ্ড সম্বন্ধে তিল মাত্র সন্দেহ না করিয়া রাজ-সমীপে উপস্থিত হইল । কিন্তু কি আশ্চর্য্য ! তিনি বস্ত্র উন্মোচন করিয়াই দেখেন, তন্মধ্যে ইক্ষুদণ্ড नांदे-कब्रक १७ colाएgा काछे भांश अछि । রাজার চক্ষু ইহা দেখিয়া একেবারে জিলিয়া উঠিল-সভাসদ পণ্ডিতরা সকলে তাহাকে উন্মাদ বলিয়া হাস্য করিতে লাগিলেন । কিন্তু ব্রাহ্মণের উপস্থিতবুদ্ধি ছিল, তিনি অপ্রতিভ হইবার লোক নহেন । তিনি বলিলেন,- দগ্ধং খাণ্ডবমৰ্জ্জুনেন হি বৃথা দেবত্রুমৈমার্ণণ্ডিতং, দগ্ধা বায়ুসুতেন হেমনগরী লঙ্কাপুরী স্বর্ণভূঃ । দগ্ধং সর্বমথো হরেণ। মদনঃ কিং তৈরযুক্তং কৃতং, দারিদ্র্যং জনদুঃখকার কমিদং কেন্যাপি দগ্ধং ন হি ৷ অর্থাৎ অৰ্জ্জুন খাণ্ডব-বন দাহন করিয়াছিলেন, হনুমান লঙ্কা দগ্ধ করিয়াছিলেন, হর-কোপানিলে মদন ভস্ম হইয়াছিলেন ইহা তাহারা ভালই করিয়াছিলেন । কিন্তু দুঃখের একমাত্র নিদান এই দারিদ্র্যাকে কেহ ভস্ম করে না কেন ? রাজা ভোজ ব্রাহ্মণের এই শ্লোকাবৃত্তি শ্রবণে এতদূর সন্তুষ্ট হইলেন যে, তিনি তৎক্ষণাৎ তঁহাকে পুরস্কৃত করিলেন । দ্বিতীয় গল্প । একদিন ভোজনদাশরথি নামে একজন ব্রাহ্মণ কবিশ্রেষ্ঠ কালিদাসের নিকট গিয়া-বলিলেন, “মহাশয়, আপনি তে রাজার দক্ষিণ হস্ত, আমি নিতান্ত দরিদ্র, DDBBS BDBD BBD S DB DBD SBgiS DD BBBDDDBB BBD S DDD नl c:कन ?* কালিদাস বলিলেন, “আচ্ছ ভাল, আপনি ‘ত্রিয়োকারক মুখবাপ্তিরস্তু’ ধলিয়া রাজাকে আশীর্ব্বাদ করিতে পরিবেন ত ? এই সামান্য বাক্যটি আপনার কণ্ঠস্থ হইবে ত ?” ব্রাহ্মণ বলিলেন, “একমাস চেষ্টা করিয়া দেখি।”