পাতা:আর্য্যাবর্ত্ত (তৃতীয় বর্ষ - দ্বিতীয় খণ্ড).pdf/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CESA, dɔɔD রাধারাণী । ) b〜8○ মহাল বাড়ীর সাতখানি খড়ের চালে অগ্নি জ্বলিয়া উঠিল। অগ্নিদেব তঁহার সহস্ৰ শিখা বিস্তার করিয়া গৃহ হইতে গৃহস্তরে ভুটিতে লাগিলেন । কাহার সাধ্য, সেঙ্গ অগ্নিকুণ্ড ভেদ করিয়া ব্লাধারণী ও তাহার শয্যাশায়ী পিতামহীর উদ্ধার সাধন করে ? সকলেই হয় ! হায় ! করিতে লাগিল ; কিন্তু কেহই অগ্নিীমধ্যে প্রবেশ করিয়া জীবন বিপন্ন করিতে চাহিল ন! । এই সময় কৈলাস একখানি সিক্ত কম্বলে সর্ব্বাঙ্গ আবৃত করিয়া উন্মত্তের ন্যায়। সেই অগ্নিরাশি ভেদ করিয়া রাধারাণীর গৃহদ্বারে উপস্থিত হইল। রাধারাণী তখন তরঙ্গ-তাড়িত তৃণখণ্ডের ন্যায়। কেবলই চুটিয়া বেড়াইতেছে - কি উপায়ে বুদ্ধাকে গৃহ হইতে বাহির করিবে, বুঝিতে না পারিয়া রাধারাণী যেমন পিতামহীর গৃহে প্রবেশ করিবে, আমনই বংশনির্ম্মিত চাল খসিয়া পড়িল-রাধারাণী তীব্র যন্ত্রণায় নিতান্ত কাতর হইয়া “মা গো” বলিয়া একবার আর্তনাদ করিল মাএ । রাধারাণী মূৰ্ছিত হইয়া পড়িয়া যাইবে-এমন সময়ে কৈলাস আসিয়া তাহাকে বাহুযুগলে বেষ্টিত করিয়া ধরিল । কৈলাস ৩াহাকে বাহিরে আনিবে, এমন সময় একখানা বড় চাল তা হাদের নিকট পড়িয়া গেল । চতুদিকে অগ্নি জ্বলিয়া উঠিল--রাধারণী কৈলাসের স্কন্ধে তাহার মস্তক রাখিয়াছিল—সে মস্তক আর সে তুলিবার অবসর পাইল না । তাহারা উভয়ে সেই অবস্থায় সেই প্রবল অগ্নিতে ভস্মীভুত হইয়া গেল । 来源 : আর বাঞ্ছারাম ? সে এখন উন্মাদ হইয়াছে। পাশ্ববর্ত্তী দশখন গ্রামের লোক তাহাকে দেখিলে তাহার প্রতি অঙ্গুলিনিৰ্দেশ করিয়া বলিয়া থাকে --বাঞ্ছারাম ! যেমন কর্ম্ম, তেমনই ফল ! ā) ir sti LSS qqSSML MM S qLSMMLM SLSSLLLSL LSLSSLSSLSSLLSLSSSSL