পাতা:আর্য্যাবর্ত্ত (তৃতীয় বর্ষ - দ্বিতীয় খণ্ড).pdf/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈত্র, ১৩১৯ । ফরাসী বিপ্লবের ইতিহাস । y( হইতে সীমান্ত প্রদেশের সৈনিকগণের আবশ্যক ব্যয় নির্বাহের নিমিত্ত মধ্যে মধ্যে প্রচুর অর্থ প্রেরিত হইয়া থাকে। সেই জন্য সমগ্র রাজবন্ত্র সুরক্ষিত হওয়া আবশ্যক, এইরূপ ছলনা করিয়া বেলি প্রাগুক্ত নগরসমূহে কিয়ৎপরিমাণে সৈন্য সংস্থাপিত করিলেন। রাজপরিবারবর্গ প্যারিস হইতে যে শকটে বণ্ডিনগর পর্য্যন্ত গমন করিবেন, ফারছিন নামক জনৈক সুইটজারল্যাণ্ডদেশীয় যুবক সেই শকটপরিচালনের ভার গ্রহণ করিলেন। বুডে। DBDB BDuBDBDT BBDBDD D YB DBDLLD BBBDDS BBDBDDD Bi হইতে সমভিলি নগর। পর্য্যন্ত রাজশকটের প্রহরীর কার্য্যে নিযুক্ত হইলেন। পলায়নের নির্দিষ্ট দিবসে সমভিলি নগরের সেতুপথে জনসাধারণের গমনাগমন নিষিদ্ধ হইল। সেনাপতি প্রবার ড্যাণ্ডস মণিহোল্ড হইতে ফ্লারমাট নগর পর্য্যন্ত একদল আশ্বারোহী সহভিব্যাহারে রাজপরিবারবর্গের শরীর রক্ষণে নিযুক্ত হইলেন। ফ্লারমাট নগরে একদল এবং ভেরিনিছ নগরে একদল অশ্বারোহী সংস্থাপিত হইল। যুরোপের এক দেশ হইতে দেশান্তরে গমন করিতে হইলে উপযুক্ত রাজকর্ম্মচারিগণের নিকট হইতে অনুমতি-পত্র গ্রহণ করা আবশ্যক। রাজপরিবারবর্গ কতকগুলি কাল্পনিক নামে পরিচিত হইয়া অনুমতি-পত্র সংগ্রহে কৃতকার্য্য হইলেন। রাজপুত্র ও রাজকন্যার শিক্ষয়িত্রী ম্যাডাম ডি টুজ্জেল ব্যারন ডি কফর্ণ নামী সন্মান্ত মহিলা বলিয়া পরিচিত হইলেন। রাজপুত্র ও রাজকন্যা কফের কন্যাদ্বয়ের এবং রাজ্ঞী। তাহদের শিক্ষয়িত্রীর স্থান অধিকার করিলেন। রাজভগিনী ব্যারন ডি কফের আশ্রিত মহিলা এবং ব্লাঞ্জা তাহার ভূত্য বলিয়া পরিচিত হইলেন । এইরূপে প্লাজ পরিবারস্থ সকলে ছদ্মবেশ ধারণ করিলেন। অচিরে মহানাট্যের অভিনয় হইবে। অ চরে। র্তাহারা পার্থিব সুখ অথরা পার্থিব দুঃখের চরম সীমা দৃষ্টি করিবেন। র্তাহারা শঙ্কটময় ভীষণ পরীক্ষাস্থলে দণ্ডায়মান। তঁহারা সুখ ও দুঃখসাগরের সন্ধিস্থলে দণ্ডায়মান। পাদবিক্ষেপনকালে পদস্থলিন হইলেই 6न् । ২০শে জুন ( ১৭৯১ খৃঃ) রাত্রি একাদশ ঘটিকাকালে আহারাস্তে রাজপরিবারবর্গ প্রাসাদ হইতে নিশ্রুগান্ত হইলেন। রাজা, রাজপুত্র, রাজকুমারী, রাজভগিনী ও ম্যাডাম ডি টুৰ্জ্জুেল প্রাসাদ পরিত্যাগ পূর্বক থিয়েটার বন্দর নামক প্যারিস নগরের সুপ্রসিদ্ধ বন্দরসান্নিধ্যে আগমন কুরিলেন। (