পাতা:অপরাজিত - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.pdf/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS অপরাজিত পােনরায় প্রণবের দিকে বিরক্তির দণ্টিতে চাহিয়া মন্মথের সঙ্গে নির্ম্মসরে কিসের তক উঠাইলেন-সাড়ে সাত পারেন্সস্টের জন্য তিনি যে এতটা কািট মহািবীকার করেন। নাই, এ কথা কয়েকবার শনাইলেন। ঠিক সেই সময়েই প্রণব বিদায় লইল । পরদিন মন্মথের সঙ্গে আবার দেখা । মন্মথ হাসিয়া বলিল-কালকের সেই কাপ্লেন বাবটি হে-আবার শেষরাত্রে তিনটের সময় মোটরে এসে হাজির ৷ আবার চাই হাজার টাকা-থেকে থার্টিফাইভ পাসেণ্ট লাভ মেরে দিলাম। মল্লিক লোকটা ঘঘ, দালাল। বড়লোকের কাপ্তেন ছেলে যখন শেষরাতে হ্যাম্প্রডনোট BDBDOBS BBOB DBDD D BD DBDu DDYYBD DSBD DD BD BBD টাকার হ্যান্ডনেট কেটে এক হাজার নেয়। আমার তাতে কি ? দোষ কি ? এইসব চরিয়েই তো আমাদের খেতে হবে ! কত রাত এমন আসে। দ্যাখ না, টাকার যা বাজার কলকাতায়, কে দেবে ? প্রণব খােব আশ্চর্য হইল না। ইহাদের কাষকলাপ সে কিছু কিছ জানে, এক অপ্রকৃতিস্থ মাতাল যাবকের নিকট হইতে ইহারা এক রাত্রিতে হাজার টাকা অসৎ উপায়ে উপাজন করিয়া বড় গলায় সেইটাই আবার বাহাদরি করিয়া জাহির করিতেছে ? হতভাগ্য যবকটির জন্য প্রণবের কন্ট হইল-মত্ত অবস্থায় সে যে কি সই করিল, কত টাকা তাহার বদলে পাইল, হয়ত বা তাহা সে বঝিতেও *ाझिल •ा । কলিকাতা হইতে সে মামার বাড়ি আসিল। মাতৃসমা বড় মামীম আর ইহজগতে নাই । গত বৎসর পাজার সময় তিনি-প্রণব তখন জেলে । সেখানেই সে সংবাদটা পায় । গঙ্গানন্দকাটির ঘাটে নৌকা ভিড়িতে তাহার চোখ ছলছল। করিয়া উঠিল। কাল ট্রেনে সারা রাত ঘািম হয় নাই আন্দেী, তাড়াতাড়ি স্নানাহার সারিয়া দোতলার কোণের ঘরে বিশ্রামের জন্য যাইয়া দেখিল, বিছানার উপর একটি পাঁচ ছয় বৎসরের ছেলে চুপ করিয়া শ্যইয়া। দেখিয়া মনে হইল, একরাশ বাসি, গোলাপফুল কে ফেন বিছানার উপর উপড়ে করিয়া ঢালিয়া রাখিয়াছো-হ্যাঁ, সে. যাহা ভাকিয়াছে তাই--জবরে ছেলেটির গা যেন পড়িয়া যাইতেছে, মািখ জবারের: ধমকে লাল, ঠোঁট কাপিতেছে, কেমন যেন দিশেহারা ভাব । মাথার দিকে একখানা: রেকাবিতে দাখানা আধা-খাওয়া ময়দার রুটি ও খানিকটা চিনি। প্রণব জিজ্ঞাসা করিল-তুমি কাজল, না ? খোকা যেন হঠাৎ চমক ভাঙিয়া কতকটা ভয় ও কতকটা বিস্ময়ের দণ্টিতেচাহিয়া রহিল, কোনও কথা বলিল না । প্রণবের মনে বড় কািন্ট হইল-ইহাকে ইহারা এভাবে একা উপরের ঘরে ফেলিয়া, রাখিয়াছে । অসহায় বালক একলাটি শইয়া মািখ বজিয়া জৰুরের সঙ্গে যঝিতেছে, পথ্য দিয়াছে কি-না, দাখানা ময়দার হাতে-গড়া রাটি ও খানিকটা লাল চিনি t আর কিছ জোটে নাই ইহাদের ? জনারের ঘোরে তাহাঁই বালক যাহা পারিয়াছে খাইয়াছে। প্রণব জিজ্ঞাসা করিল-খোকা রুটি কেন, সাব দেয় নি তোমায়? · খোকা বলিল-দহাবনেই । , . . 一ü战碎丽?