পাতা:অপরাজিত - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.pdf/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপরাজিত RF হ’ল শেন ৷৷ ও বছর শেষ মাসে নবান্ন করেছি, ঠাকুরঘরের বারকোশে নবান্ন মেখে ঠাকুরদের নিবেদন ক’রে রেখে দিইছি। দই নাতিকে ডাকাছি, ভাবলাম ওদের একটু একটু নবান্ন মখে দি । বৌটা। এমন বদমায়েস, ছেলেদের ড্রামার ঘরে আসতে দিলে না-শিখিয়ে দিয়েছে, ও-ঘরে যাস নি, নবাক্ষর চাল নাকি ওদের পেট কামড়াবে । তাই আমি বললাম, বলি হ্যাঁ গা ধৌমা, আমি কি ওদের নতুন চাল খাইয়ে, মেরে ফেলবার মতলব করছি ? তুঙ্গা শনিয়ে শনিয়ে বলছে, সেকেলে লোক ছেলেপিলে মানষ করার কি বোঝে ? আমার ছেলে আমি যা ভাল বঝাব করব, উনি যেন তার ওপর কথা না কইতে আসেন । এই সব নিয়ে ঝগড়া শাের, তারপর দেখি ছেলেও তো বৌমার হয়ে কথা বলে । তখন আমি কললাম, আমাকে কাশী পাঠিয়ে দাও, আমি আর তোমার সংসারে থাকব না ! দেবী রাত্রে কানো কি মন্তর দিয়েছে ছেলে দেখি তাতেই রাজী। তাহলেই বোঝ বাবা, এত ক’রে মানষে ক'রে শেষে কিনা আমার কপালে—জ্যাঠাইমার দাই চোখ দিয়া টপ টপ করিয়া জল। *gिroठ ध्वाशन । অপ, জিজ্ঞাসা করিল-কেন, সরেশাদা কিছ. বললেন না ? -আহা, সে আগেই বলি নি ? সে শবশরিবাড়ির বিষয় পেয়ে সেখানেই বাস করছে, সেই রাজসাহী না দিনাজপর । সে একখানা পত্তির দিয়েও খোঁজ করে না, মা আছে কি মলো । তবে আর তোমাকে বলছি কি ? সরেশ কলকাতায় থাকলে কি আর কথা ছিল ধাবা ? অপাকে খাইতে দিয়া গলপ করিতে করিতে তিনি বলিলেন, ও ভুলে গিয়েছি তোমাকে বলতে, আমাদের নিশিচন্দিপতরের ভুবন মািখয্যের মেয়ে লীলা ৰে কাশীতে আছে, জানি না ? আঁপ কিময়ের সরে বলিল-লীলাদি । নিশ্চিন্দিপরের ? কাশীতে কেন ? LD DBBBDDYJD DBBSB BD DTD DBB BEBD SS DDB Dgg kBDS সবামী তো আজ ছ'সাত বছর পক্ষাঘাতে পঙ্গ, বড় ছেলেটা কাজ না পেয়ে বসে আছে, আরও চার-পাঁচটি ছেলেমেয়ে সদস,"ধ, ভাসরের সংসারে ঘাড় গঞ্জে থাকে । যাও না, দেখা ক'রে এসো আজ বিকেলে, কালীতলার গলিতে ঢুকেই বাঁদিকের वाङ्गी । বাল্যজীবনের সেই রানীদির বোন লীলাদি । নিশিচন্দপরের মেয়ে । বৈকাল হইতে অপাের দেরি সহিল না, জ্যাঠাইমার বাড়ি হইতে বাহির হইয়াই সে কালীতলার গলি খাজিয়া বাহির কােরল-সর ধরণের তেতলা বাড়িটা। সিড়ি যেমন সঙ্কীর্ণ তেমনি অন্ধকার, এত অন্ধকার যে পকেট হইতে দেশলাই-এর কাঠি বাহির করিয়া না জৰালাইয়া সে এই বেলা দইটার সময়ও পথ খঞ্জিয়া পাইতেছিল না ! একটা ছোট দয়ার পার হইয়া সর একটা দালান । একটি দশ-বারো বছরের ছেলের প্রশ্নের উত্তরে সে বলিল, এখানে কি নিশিচন্দপতরের লীলাদি আছেন : আমি তাঁর সঙ্গে দেখা করতে এসেছি বলো গিয়ে ; অপর কথা শেষ না হইতে পাশের ঘর হইতে নারী-কণ্ঠের প্রশ্ন শোনা গেল, কে রে খোকা ? সঙ্গে সঙ্গে একটি