পাতা:আত্মকথা - সত্যেন্দ্রনাথ ঠাকুর.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বড়দাদা আর আমি দুজনে মিলে কোন কোন সময় গান রচনা করতুম। ব্রহ্মসঙ্গীতের কতকগুলি আমাদের যুক্তরচনা, কতক বা আমাদের নিজস্ব রচনা। তা ছাড়া বড়দাদা অনেকগুলি ভাল ভাল হেঁয়ালি রচনা করেছিলেন । তার অনেক ভুলে গিয়েছি ; দু একটি যা মনে আছে তা এই :- ১ । বল দেখি তিন অক্ষরের কথা, প্রথম অক্ষর দ্বয়ে সবে যায় বঁধা শেষ দু অক্ষরে আর সবে যায় বেঁধা ; সবটাতে দুই পারে।--বেঁধা। আর বাধা ; মুখে কি বলিতে পারে পণ্ডিতের ধাঁধা-(রসিক) ২ । বল দেখি দুটি ফল,— তার ভিতরে পাওয়া যায় ব্রহ্মাণ্ডের যা কিছু সকল। —(বেল-কুল) ৩ । ইংরাজিতে যাহা বলে প্রথম অক্ষর, বাঙলায় তাহ বলে দ্বিতীয় অক্ষর, প্রথমে দ্বিতীয়ে তথা জানায় আপত্তি, डांड्लि यांgeां८७, विवश विoख् ि। দু। অক্ষরে ফল এ কি বল দেখি ভাই, কেহ বলে বড় মিষ্টি কেহ বলে ছাই।-(নোনা) বড়দাদা আমাদের বাড়ীর কবি ছিলেন । আমাদের অনেক ঘরাও কথা তীর কবিতার মধ্যে স্থান পেত। তিনি তঁর স্বপ্নপ্রয়াণ কাব্যে আমাদের ভাইদের এইরূপ বর্ণনা করেছেন : -- ভাতে যথা সত্য হেম, মাতে যথা বীর, গুণজ্যোতি হরে যথা মনের তিমির । নব শোভা ধরে যথা সে ম আর রবি, সেই দেব-নিকেতন আলো করে কবি । পণ্ডিত মহাশয় । যখন উপর হতে প্রচণ্ড পণ্ডিত ডাকিতে লাগিল হ’য়ে বিষম কুপিত, হাসিখুসি ঘুরে গেল তখন সবার দল সাথে স্নান মুখে চলেন সব্দার । SR 8