পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবীর পরিচয় প্ৰদান 8S 6 হইয় তাহার পূজা হইত। নগরে দেবমন্দির প্রতিষ্ঠা অবশ্যকৰ্ত্তব্য বলিয়া অগ্নিপুরাণে ১০৬ অধ্যায়ে উক্ত হইয়াছে। “কারণ দেবালয় শূন্য নগর গ্রাম দুর্গ ও গৃহাদি পিশাচাদি কর্তৃক ভুক্ত ও রোগাদি দ্বারা অভিভূত হইতে পারে” (১৬-১৭)। মহাভারতেও দুর্গাকে ব্ৰহ্মবিদ্যা বলা হইয়াছে। উত্তর কালে পরিচিত BDDBBDD DBDDL DDDDDBBDS S KSDS BBB SS S SBDDBDS BDKS BBD DBBD শক্তিরূপিণী দুর্গাদেবীর পূজা প্রতিষ্ঠিত হইয়াছে। শিবের ভিন্ন ভিন্ন নাম ও পত্নীর কল্পনা যে পাণিনির পূর্ববৰ্ত্তী তাহাও পাইলাম। गांडaवचJन९श्ऊि >|२००-२०० বিনায়কস্ত জননীমুপতিষ্ঠেৎ ততোই ম্বিকাম। দূর্লাসর্ষপপুষ্পাণাং দস্ত্ৰাঘ্যং পূর্ণমঞ্জলিম ৷ রূপং দেহি যশো দেহি ভাগ্যং ভগবাতি দেহি মে । পুলান দেহি ধনং দেহি সবান কামাংশ্চ দেহি মে ৷ অনন্তর বিনায়ক জননী অম্বিকাকে দুব সর্ষপ-পুষ্প দ্বারা অর্ঘ্য ও পূৰ্ণাঞ্জলি প্ৰদান করিয়া মূলের কথিত মন্ত্রের দ্বারা প্রার্থনা করিবে । কাত্যায়ন-সংহিতার প্রথম অধ্যায়ে মাতৃগণকে যত্নপূৰ্ব্বক পূজা করিবার বিষয় উল্লেখ আছে। বিষ্ণু-সংহিতার ষট্ৰপঞ্চাশত্ৰ অধ্যায়ে দুর্গাসাবিত্রীর দ্বারা পূত হইবার উল্লেখ আছে। এই দুর্গসাবিত্রী তৈত্তিরীয়-ব্ৰাহ্মণে উল্লিখিত হইয়াছেন। কাতায়ন্তৈ বিদ্যুহে কন্যাকুমারী ধীমহি তন্নো ভুগি প্ৰচোদয়াৎ -তৈত্তিরীয় আরণ্যক নবম অনুবাক । নারায়ণোপনিষৎ-মতেও এইরূপ । ললিত বিস্তরের চতুবিংশ অধ্যায় পাঠ করিলে চারিদিকে চারি শ্ৰেণীৰ অষ্ট SDBBDBDB BBDDS SLtBBBD BB DDD DDD S গরুড়-পুরাণের পূর্ব খণ্ডে (অষ্টত্রিংশ অধ্যায়ে ) দুর্গাদেবী অষ্টাবিংশতিভুজ। অষ্টাদশভূজা দ্বাদশভূজা অষ্টভূজ। এবং চতুভূজ রূপে পূজিত হইবার উল্লেখ আছে। নবম্যাদি। তিথিতে র্তাহার পূজা করিতে হইবে। ব্ৰহ্মাণী মাহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বারাহী ইন্দ্ৰাণী চামুণ্ডা ও চণ্ডিকা এই অষ্টশক্তি এবং তঁহাদের অসিতাঙ্গাদি ভৈরবের পূজা বিধানও আছে ( চতুৰ্বিংশ অধ্যায় )। কুব্জিকাপূজারও বিধান আছে ( ষড়বিংশ অধ্যায় )। ত্রিপুরা ও জ্বালামুখীর পূজাবিধান 'ठभाgछ ( २ ०8 एe९)ाप्र ) । অগ্নিপুরাণে ( অষ্টনব্বতিতম অধ্যায়ে ) গৌৰী দেবীর প্রতিষ্ঠার প্রকার বর্ণিত হইয়াছে। এবং উমাপূজার বিবরণ ৩২৬ অধ্যায়ে উক্ত হইয়াছে। সঙ্কট হইতে তারণ করেন বলিয়া দুৰ্গা নাম হইয়াছে ( ৩২৩ অধ্যায়) । তিনি বেদগৰ্ভ,