পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SO কবিকঙ্কণ-চণ্ডী গ-সংস্কৃত অঙ্গ-সম্বোধন-বাচক, অব্যয় শব্দ ; যে সম্বোধিত ব্যক্তি স্বীয় অঙ্গ স্বরূপ BDD SS BD EEYD DBBBDELYSSSDKSS MLuKYS ভাল কথা। রাউলের বি গ কহিছ বচন ।-গোরক্ষাবিজয় । এহা দুখ বড়ায়ি গ সহিতে না পাবী --শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন । थांक-- श्ङ् श्ङ् श्ङ् । ॐ:- নিআ পরিবারে মহাসুহে থাকিউ।--বৌদ্ধ গান ও দোহা । घन-श्° शृछ् >7° च ।। ७थः আঙ্গন ঘরাপণ সুন্ন ভো বিআতী।--বৌদ্ধ গান ও দোহা । হতে-সংস্কৃত শব্দের পঞ্চমী (অপাদান) বিভক্তির চিহ্ন আৎ > প্ৰাণ হন্তে-হঁতে-হাতে। ‘হইতে” লেখা অশুদ্ধ।-শ্ৰীবিজয়চন্দ্র মজুমদাব । বলে-স” বন্দ > প্ৰা” বোল্প >স বলহ > বা বল ধাতু কথা কহা অর্থে। প্ৰ:- হবিণী বোলঅ হরিণা সুণ হরিআ তো।--বৌদ্ধ গান ও দোহা । ভণ কইসে সহজ বোল বা জায়।--বৌদ্ধ গান ও দোহা । ছাড়াহ ... ...তার দোষ দেখি-কোন কোন দোষ দেখিলে লক্ষ্মী বিরূপ হইয়া দোষীকে ত্যাগ করেন তাব দীর্ঘ তালিকা ব্ৰহ্মবৈবৰ্ত্ত স্কন্দ ও গরুড় পুবাণে আছে। মোটেব উপর সামাজিক শৃঙ্খলা ও পারিবারিক ব্যবস্থা ভঙ্গ করিলে, ব্যক্তিগত ও সমাজগত স্বাস্থ্যরক্ষার নিয়ম লঙ্ঘন কবিলে, ভব্যতা ও শিষ্টতা পালন না করিলে লক্ষ্মী কুপিত হন। বলা যাইতে পাবে। ছাড়হ-স” v/স্ +ণিচ = v/সারি > ছাড়ি > বা v/ছাড়। সংস্কৃত অনুজ্ঞার হি>হে। প্রাকৃতে ১/ত্যজ স্থানে ছড়ড আদেশ হয় ( শ্ৰী বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ) । কাব্যকোস-কাব্য ও কোষ অর্থাৎ অভিধান ! দইয়া-দিয়া। ওড়িষায় এখনও দই যা মাইয়া উচ্চারণ শুনা যায়। ১১ পৃষ্ঠা আছুক-থাকুক। সি অস > প্ৰা” আচ্ছ> বা আছ ধাতু হইতে নিম্পন্ন আচুক শব্দের প্ৰয়োগ এখন অপ্রচলিত হইয়াছে, তার স্থান অধিকার করিয়াছে থাকুক। SLBBuDDB BDD DBDBD DBKLKK DBBD KD DDSSDBBYS আছুক রাজার দায়, দেবতা আইলে -সরল কবির মহাভারত। আছু যুবজনের বুদ্ধের জাএ মন -শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন। ইন্দ্রের আচুক কাজ যম যদি আইসে । যম হয়ে তাহারে গিলিব এক গ্রাসে ৷ -কৃত্তিবাসের রামায়ণ, লঙ্কাকাণ্ড ।