পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 S R কবিকঙ্কণ-চণ্ডী ইচ্ছাসত্তা ব্যোমসত্তা কালিসত্তা তথৈব চ। তথা নিয়তিসত্তা চ মহাসত্তা চ সুব্রত ৷ জ্ঞানশক্তি: ক্রিয়াশক্তি: কর্তৃতাকর্তৃতাপি চ | ইত্যাদি কানাং শক্তী,নামিন্তো নাস্তি শিবাত্মনঃ ॥ অপ্ৰমেয় শক্তিযুক্ত শুভময় সৌখ্যচিন্মাত্রস্বরূপ আকৃতিবিহীন হইলেও তাহার ইচ্ছাসত্তা ব্যোমসস্তু কালসত্তা নিয়তিসত্তার ক্রমশঃ বিকাশ হয়। ইচ্ছাসত্তাদির অনুগত সত্তা মহাসত্তা। পরমাত্মার জ্ঞানশক্তি ক্রিয়াশক্তি কর্তৃত্ব অকর্তৃত্ব প্ৰভৃতি শক্তি আছে। শিবাত্মা হইতে পৃথক সত্তা নাই । যোগবশিষ্ঠ রামায়ণের নির্বাণ-প্ৰকারণের উত্তর ভাগ ৮১ সর্গে লিখিত टाCछ তাহার পর দেখিলাম সেই মহাকাশে বিশাল-দোচ্চ রুদ্রদেব মত্ত হইয়া নৃত্য করিতে আরম্ভ করিয়াছেন । * * * * * দেখিতে দেখিতে তেঁাহার শরীর হইতে ছায়ার ন্যায় এক মুষ্টি নৃত্য করিতে করিতে নিৰ্গত হইল। প্ৰথমে সেই মূৰ্ত্তিটি ছায়া ধারণা হওয়াতে মনে সন্দেহ উপস্থিত হইল । * * * • তাহার পর ভালরূপে নিরীক্ষণ কবিয়া সিদ্ধান্ত করিলাম—-ছায়া নহে ; একটি ত্ৰিলোচনা রমণীমূৰ্ত্তি র্তাহাব সম্মুখে * নৃত্য কবিতেছেন। সেই রমণী কৃষ্ণবর্ণ কৃশা, তাহার সর্বাঙ্গে শিরা পরিব্যাপ্ত, তঁহার বিশাল দেহ জীৰ্ণ ; তাহার বদনমণ্ডল হইতে সতত বহ্নিজাল নিৰ্গত হইতেছিল, তিনি বাসন্ত বনরাজির ন্যায় পুষ্পপল্লবরমণীয় শেখর ধারণ করিয়া ছিলেন । * * * * * তিনি এত কৃণা যে স্তির হইয়া দাড়াইয়া থাকিতে অসমর্থ ; এইজন্য যেন বিধাতা সুদীর্ঘ শিরারূপ রােজজু দ্বারা তাহার পতনোন্মুখ বিশীর্ণ দেহ একত্র গ্রথিত করিয়া রাখিয়াছেন । তঁহার আকৃতি এত দীর্ঘ লম্বমান যে তঁহার মস্তক ও চরণ-নখ দেখিবার জন্য আমাকে একবার অতি উৰ্দ্ধে, একবার অতি নিয়ে গমনাগমন করিতে যথেষ্ট কষ্ট পাইতে হইয়াছিল। তঁহার মস্তক হস্ত প্ৰভৃতি অঙ্গ কেবল শিরা ও অন্ত্রতন্ত্রী দ্বারা গ্রথিত । খন্দির প্রভৃতি কণ্টক বল্লীর ন্যায় মূল হইতে শাখা পৰ্য্যন্ত তাহার সমস্ত শরীর সুত্ৰ দ্বারা বিজড়িত । সূৰ্য্যাদি দেবের ও দানবগণের বিবিধবর্ণের মস্তক-কমলমালা দ্বারা মালা গ্ৰন্থন করিয়া সেই মালা। তিনি কণ্ঠে ধারণ করিয়া আছেন। র্তাহার বস্ত্ৰাঞ্চল বায়ু-সন্ধুক্ষিত উজ্জ্বলাশিখাসম্পন্ন বহির সংযোগে সমুজ্জ্বল হইয়াছিল। তঁহার লম্বমান কৰ্ণে সৰ্প ঝুলিতেছিল; নরমুণ্ড দ্বারা তিনি কুণ্ডল নিৰ্ম্মাণ করিয়াছিলেন। তঁহার কৃষ্ণবর্ণ বিশাল স্তনদয় বিশুদ্ধ দীর্ঘ অলাবুর মত লম্বমান উরু পৰ্য্যন্ত বুলিয়া পড়িয়াছিল। তঁহার খট্রাঙ্গমণ্ডলে