পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্মার উপদেশ 之>9 পদ্মার উপদেশ (৮৯—৯১ পৃষ্ঠা ) ৮৯ পৃষ্ঠা এই প্ৰসঙ্গ হইতে কাব্যের উপাখ্যানের উপক্রম হইতেছে। সপ্ত দ্বীপে-স্বায়ভুব মনুর দুই পুত্ৰ-প্ৰিয়ত্রত ও উত্তানপাদ। প্ৰিয়ত্রত রাজা তপস্বী ভগবদভক্ত ছিলেন বলিয়া তার অলৌকিক শক্তি ছিল । সূৰ্য্য পৃথিবীকে দিনমানে মাত্র আলোক দেন ও রাত্রে তিনি অন্তহিত হন, এই ত্রুটি সংশোধনের জন্য প্রিয়ত্রত রাজা প্ৰতিজ্ঞা করিলেন- আমি স্বকীয় তেজে রজনীকেও দিন করিব । অনন্তর তিনি সূৰ্য্য তুল্য বেগবান জ্যোতিৰ্ম্ময় রথে আরোহণ করিয়া, দ্বিতীয় ভাস্করের ন্যায় সাতবার সুৰ্য্যের পশ্চাৎ দিকে ভ্ৰমণ করিলেন। তঁহার রথচক্রোগ্র দ্বারা সাতটা গৰ্ত্ত হইয়াছিল। ঐ সপ্ত খাত সাত সমুদ্র রূপে পরিণত হইয়াছে। সেই সপ্ত সাগর দ্বারাই পৃথিবীর সাতটি দ্বীপ বিরচিত হয়-জন্তু প্লক্ষ শাল্মীলি কুশ ক্ৰৌঞ্চ শাক এবং পুষ্কর। সপ্ত সাগর সপ্ত দ্বীপের পরিখা স্বরূপ। বহিষ্মতীপতি প্রিয় ব্রত উল্লিখিত জন্তু প্ৰভৃতি সপ্ত দ্বীপে স্বসদৃশ-চরিত্রসম্পন্ন আগ্ৰী ধ্ৰু ই খুজিহব যজ্ঞবাহু হিরণ্যারেতা ঘূতপৃষ্ঠ মেধাতিথি ও বীতিহোত্ৰ নামক সাত আত্মজকে এক এক কারিয়া এক এক দ্বীপের আধিপত্যে অভিষেক করেন।--শ্ৰীমদভাগবত, পঞ্চম স্কন্ধ, ১ম অধ্যায়। স্কন্দপুরাণ আবস্ত্যখণ্ড চতুরশীতিলিঙ্গমাহাত্ম্য ৫৪, কুমারি কাখণ্ড ৩৭, রোবাখণ্ড ৭ ; দেবীভাগবত ৮৪ ; মার্কণ্ডের পুরাণ প্রভৃতিতে এই আখ্যায়িকার উল্লেখ আছে । আগে-সটি অগ্ৰ> অগৃগ>আগ । ad o পৃষ্ঠা কলিঙ্গ—“কলিঙ্গ প্ৰাচীন ভারতের একটি সুপ্ৰসিদ্ধ জনপদ। ভারতের সেই প্ৰাচীন যুগে কলিঙ্গ বলিতে বঙ্গোপসাগরের পশ্চিমকুলের অধিকাংশ স্থানই বুঝাইত। মহাভারতের মতে গঙ্গাসাগবের পর হইতেই কলিঙ্গ দেশ আরম্ভ। উড়িষ্যার ‘বৈতরণী’ নদী মহাভারত অনুসারে কলিঙ্গ দেশে অবস্থিত। মহাভারতের এই DB BDDS SBBBS LLLBB BD DDD SDBSYSS SS LLLLLL LLLLLlLlmttLLLLLLS XIII, 363.) কবিবর কালিদাসের রঘুবংশ’ পড়িলে বুঝিতে আর বাকী থাকে না যে তার আমলে উৎকলের দক্ষিণ দিকে কলিঙ্গ রাজ্য বৰ্ত্তমান ছিল । তিনি উৎকল ও কলিঙ্গ নামে দুটি পৃথক রাজ্যের পৃথকভাবে উল্লেখ করিয়াছেন। মহারাজ রঘুর v2)