পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গণেশের দেবত্বের ক্রমবিকাশের ইতিহাস ১৩ ফাঁসিয়া গেল। গণেশের ফাটা পেট হইতে অত সাধের লাড়ু গুলা সব বাহির হইয়৷ if Cefal stricts first aid to the wounded etal fir, was is fat সাপটকে ধরিয়াই পেটে ব্যাণ্ডেজ বাধিয়া ফেলিলেন, যেমন করিয়া চাষার খড় দিয়া ফাটা ফুটি বাঁধে। তাহা দেখিয়া দেবতারা বিদ্রুপ করিয়া হাস্ত করেন ; গণেশ হইয়া বেয়াদব দেবতাদের মারিবার মতন কোনো প্ৰহরণ হাতের কাছে না পাইয়া নিজেরই একটা দাঁত উৎপাটন করিয়া দেবতাদের প্রহার করেন। সেই হইতে দাতটি র্তার হাতের অস্ত্ৰ হইয়া আছে। এবং সাপটি হইয়াছে উপবীত । ( সুপ্ৰভেদাগমতন্ত্র ) { গণেশ তার বাহন ইদুরটি পাইয়াছিলেন পৃথিবী-দেবীর নিকট হইতে জন্মদিনের উপহার। গণেশের জন্মদিনে অনেক দেবতাই অনেক উপহার দিয়াছিলেন সরস্বতী দদৌ তস্মৈ লেখনীং বর্ণলোচনা । জপমালাং দদৌ ব্ৰহ্মা, ইন্দ্ৰ গজরদং দদৌ | পদ্মং পদ্মাবতী প্ৰাদাদু, ব্যাঘ্ৰচৰ্ম্ম দদৌ শিবঃ। বৃহস্পতির যজ্ঞসূত্ৰং, পৃথ্বী মুষিকবাহনম | ববাহ-পুরাণ । ইহা হইতে দেখা যাইতেছে। গণেশের হাতের দাতটি ইন্দ্রের হাতীর দাত, গণেশেব জন্মদিনে ইন্দ্রের দেওয়া উপহার। আগে বহু গণপতি ছিলেন--শিব, গণেশ, কাৰ্ত্তিক, নন্দী, কালভৈরব, বিরূপাক্ষ, কুবেব,-এরা সবাই গণেশ বা গণপতি। নরসিংহ-পুরাণের ২৬ অধ্যায়ে বিনায়কের যে স্তব আছে তাতে গণপতিকে “ভববক্তসমুদ্ভূত বিনায়ক” বলা হইয়াছে। লিঙ্গ-পুরাণ বলেন-বাহু গণপতি ও গণেশ্বর মিলিত হইয়া দক্ষষজ্ঞ ধ্বংস করেন। শব্দকল্পদ্রুমে উদ্ধত জটাধার-বচনে পাই अपिडा। देिवचनबद्धविड़ खायब्रांनिला: । মহারাজিক সাধ্যাশ্চ রুদ্রাশিচ গণদেবতা: | শারদাতিলকের টীকায় রাঘবভট্ট ৫১ জন গণেশের নাম কবিয়াছেন ; বিভিন্ন পুরাণ ও তন্ত্রে ৫৪ জন গণেশের ধ্যান ও স্তব আছে। এইসব নানা গণপতির রূপ গুণ ও মৰ্য্যাদা ক্রমশঃ একস্থানে সম্মিলিত ও এক দেবতায় BBDBBB DDD BBB KKKOKD DDD DDBB BD DDSS BDSBDDuDu BDB BDD DDBDBB S giDOS S K KK BBBDBDSDD BBBB DD KKi BDuDu श्हेब्रा जेठैन ।