পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RNb কবিকঙ্কণ-চণ্ডী মহাভয়ে ২তিরোগে চাপ্যাশব্দে হন্ত বাচকঃ। এতান হন্ত্যেব যা দেবী সা দুৰ্গা পরিকীৰ্ত্তিত ৷ দৈত্যনাশার্থবিচনে দকারঃ পরিকীৰ্ত্তিতঃ। উকারো বিঘ্ননাশস্ত বাচকে বেদসম্মতঃ ॥ বোফো রোগমন্ত্রবচনো গশচ পাপম্বুবাচক: । ভয়াশক্রত্নবাচনশ চাকারঃ পরিকীৰ্ত্তিতঃ ৷ ইত্যাদি । —ব্রহ্মবৈবৰ্ত্তপুরাণ, শ্ৰীকৃষ্ণজন্ম খণ্ড । গকুল রক্ষিণী—যে ভগবতী বিষ্ণুমায়া জগৎ মোহিত করেন, তিনি ভগবানের আদেশে কাৰ্য্যসিদ্ধির নিমিত্ত যশোদাব গর্ভে অবতীর্ণ হন । কংস যখন বিষ্ণুবিদ্বেষী হইয়া গো ব্ৰাহ্মণ বধ করিতে প্ৰবৃত্ত হন, তখন ভগবতী যোগমায়া গোকুলে অবতীর্ণ হন ও শ্ৰীকৃষ্ণ মথুবায় কংস-কাবাগাবে জন্মগ্রহণ কবেন । শ্ৰীকৃষ্ণকে বসুদেব মথুবায় রাখিয়া যোগমায়াকে বদল কবিয়া আনেন । এইরূপে শ্ৰীকৃষ্ণ শৈশবে কংসেব হাতে বধ হইতে অব্যাহতি পাইয়া বৃন্দাবনে বড় হইয়া উঠেন ও পরে কংসকে বধ কবেন । কংসেব মৃত্যুতে গো-কুল বাক্ষা পায । এই রূপে গো-কুল বক্ষণব হেতু হইয়াছিলেন যোগমায়া — ভাগবত ১০ম স্বন্ধ । জইয়া-যশোদানন্দিনী যোগীনি দাবি নাম — দুৰ্গেতি ভদকালীীতি বিজয় বৈষ্ণবীতি চ। --ভাগবত ১০১ । ১১ ৷৷ হবি বংশে ইহাব নােম এক ন-শা। ব্রহ্মবৈবর্তৃপুবাণে নাম অংশ । নিদ্রারূপা-যোগনিদ্রা সমস্ত প্রহরীকে অভিভূত করিয়া বা খিয়াছিলেন ।--ভাগবত, እ o ] 5ጋ18 °ጎ-8ኳr ! ভণ্ডিলা-স্য ভণ্ড ধাতু প্ৰতাবণায় । শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তনে ভাণ্ড ধাতুর বহু পদ ব্যবহৃত হইয়াছে । ७क श-दJदश्।, ठ° ! কৈলা কৃষ্ণে কালীন্দীর পার-বসুদেব কৃষ্ণকে লষ্টয়া বৃন্দাবনে যাইবাব পথে যমুনা পাব। হইবার উপায় চিন্তা করিতেছিলেন ; মহামায়া শিবা রূপে কালিন্দী পার হইয়। বসুদেবকে জানাইয়া দিয়া ছিলেন যে যমুনায় বেশী জল নাই । উঠিলা গগনে—এই ব্যাপারের উল্লেখ ভাগবত, ব্রহ্মবৈবৰ্ত্তপুরাণ ও হরিবংশে আছে। দশ লোকপাল-পূর্বদিকে ইন্দ্ৰ, পশ্চিমে বরুণ, উত্তরে কুবের, দক্ষিণে যম, ঈশান কোণে ঈশান, অগ্নি কোণে অগ্নি, বায়ু কোণে বায়ু, নৈঋত কোণে নিঋতি, উৰ্দ্ধে ব্ৰহ্মা, ও অধতে অনন্ত বা শেষ নাগ দিক পালন করেন ।