পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৫১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

đòR কবিকঙ্কণ-চণ্ডী সেড়ো-বর্জমান জেলায় বায়না ও দামুস্যা হইতে প্ৰায় আড়াই ক্রোশ পশ্চিমোত্তরদিকে সিহাবা গ্রামে সাবর্ণগোত্রীয় বেদগর্ভেব একাদশ কনিষ্ঠ পুত্ৰ গুণাকর বাস করিয়া শিয়াড়ী বা সিংহারী গাঞি হইয়াছিলেন । বৈস-মুর্শিদাবাদ জেলায় বামপুৰ হইতে ৩ ক্রোশ দক্ষিণপূব্বে বনুয়া গ্রামে শাণ্ডিল্যগোত্রীয় ভট্টনাৰায়ণেব একাদশ পুত্র নিনো বাস কবিয়া বহুয়াড়ী বা বেসে গাঞি श्न् । পালধি-বৰ্দ্ধমান জেলায় কঁটোয়া হইতে ৫ ক্রোশ পশ্চিমে অবস্থিত এখন পালতি বা পালতিয়া নামে পরিচিত গ্রামে কাশ্যপগোত্ৰীয় দক্ষে বা দশম পুত্ৰ বাম বাস কবিয়া *하f 하fie R | হিজল গাঞি —বৰ্দ্ধমান শহ’ব চাইতে আড়াই ক্রোশ দক্ষিণপূব্বে দামোদবে বা দক্ষিণ কুলে হিজল গ্রামে বাৎসগোত্ৰীয় ছান্দড়েক দশম পুত্ৰ মন বাস কবিয়া হি জল বা হিজল। १ांqि3 श्न । মাসশচটক—ৰীরভূম জেলায় সিউড়ী হইতে কিঞ্চিদধিক ৪ ক্রোশ পূৰ্ব্বে ও সাঁইথিয়া ষ্টেশন হইতে কিঞ্চিদধিক দেড় ক্রোশ দক্ষিণে এখন মাসদহা নামে পবিচিত গ্রামে শাণ্ডিল্যগোত্রীয় ভট্টনাবায়ণেব অষ্টম পুত্র গৃঢ় বাস কবিয়া মাস চটক নামে পৰিচিত হন। দিওঁীসাঞী-বন্ধমান জেলায় গোপীভূমিব অন্তর্গত দিগনগবেব ১ ক্রোশ উত্তরপূব্বে অবস্থিত গ্রাম ডিওঁীসা , এখন ডি’স বা ডিস নামে পবিচিত । এখানে ভবদাজগোত্রীয় শ্ৰীহর্ষের দ্বিতীয় পুত্ৰ জন বাস কবিয়া ডি ণ্ডাসাঞী গাঞি হইয়াছিলেন । BDYAADD SS0L DLgBD BDBBBD DBD Kgg EEE T0S0DSSBuBDDDYSKBDLSS কুলকুলী ও কোয়ারা। বৰ্দ্ধমান জেলায় সেলিমাবাদ পৰ্ব্বগনাব মধ্যে কোয়াড়া বা কয়ড়া গ্ৰাম হইতে কয়ড়া গাঞি । কবিকঙ্কণেব বংশ এই গাঞির অন্তর্গত । সপ্তশতী দেব মধ্যে কোয়াড়ী, কড়ারী, কোয়াড়া গাঞি আছে। দানড়ি-“কুল-বমাতে সাবর্ণ গোত্রে ‘দায়ী” স্থানে ‘দানিয়াড়া’ গাঞি গৃহীত হইয়াছে। কিন্তু হরি মিশ্র হইতে বাচস্পতিমিশ্ৰ পৰ্য্যন্ত কোন কুলাচাৰ্য্য এই দানিয়াড়া গাঞির উল্লেখ কবেন নাই। ইহাতে অনুমান হয়, রাঢ়া-শ্রেণী:ব মধ্যে গাঞি উৎপত্তির পরবর্তীকালে দানিয়াড়া হইয়া থাকিবে । কেহ কেহ মনে করেন মুর্শিদাবাদ জেলাব সাগরদীঘির ১ ক্রোশ শশ্চিমে যে দানগ্রাম আছে তাহা হইতেই দানী বা দানিয়াড়ী gLg DBBBDuSSYSiDBDBD K DD DBBDDSDDD DD0SDDS S SD BBB S ভুরিষ্ঠাল-বৰ্ত্তমান নাম ভবাসুট । হগলী জেলার প্রসিদ্ধ পরগনা। এই গ্রামে কাশ্যপগোত্রীয় দক্ষের তৃতীয় পুত্ৰ সুজ বাস কবিয়া ভুরি গ্রামী বা ভূরিশ্ৰেষ্ঠক গাঞি হইয়াছিলেন।