পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগবতীর নিজমুৰ্ত্তি ধারণ ৩৪৫ কলা-স” কদলী, কদলক > প্ৰাণ কআল, কেল ; ও* কদলী, ম” কেল, হি” কেলা । শূন্য পুরাণে কলা । খই-স” খাদিক, খাদী। প্ৰঃ খৈ দৈ নৈবেদ্য অপর উপচার। —মাণিক গাঙ্গুলি। মুড়ি-তে” মুড়ি, মুরি, মোরি-লু; ও’ মুঢ়ি, মণি মুরমুরা-চৰ্ব্বণে মুড়মুড় শব্দ করে साझा ? ७zi8 লাডু, মুড়ি মুড়কি চিড়া মুলামে মিশালে —মাণিক গাঙ্গুলি । 5lfrestân-Poro Sigff, oso 5 & f< | Gimelinua arborea, 1 ostiat: 5litazioko Kristö লঘু দৃঢ় শাদা বা ঈষৎ হলদে, খুব মসৃণ পালিশ করা যায়, এইজন্য গামার-কাঠের পীড়ি ভালো । শিবেব গাজনে গামার-গাছ কাটে । ভমন করি বুলে গাম্ভারী লইআ মিলে ।-শূন্য পুরাণ । গামাবি মঙ্গলে চলিল ভকতাগণে ।-শূন্য পুরাণ । চিরুণী--স v^চু, চিব = চোবা, চীৰ্ণ ; যাহা দ্বাৰা চুল চিরিয়া চিরিয়া আঁচড়ানো যায়। চির -- ণ = চেরার কাজ কবে যে । डेफ़िब्र 65ोख्ध्रिा কুলপা চিরুণী বিচিত্ৰ সঁাপুড়া।--জয়ানন্দেব চৈতন্যমঙ্গল । সুবৰ্ণ চিকণী কবি আঁচুড়িলা কেশ ।—কৃত্তিবাস, লঙ্কাকাণ্ড । ইন্দ্ৰাণী৷ আনন্দে এনে কনক চিরুণী । আঁচুড়ি চাচিব চুলে বেন্ধে দিল বেণী ॥ —মাণিক গাঙ্গুলি। মাথে-সা মস্তক > প্ৰা মথঅ ( কুমারপালচরিত। ৮৩৮ ), মাথা >ও” মাথা, হি” মাথা DDDSDD DDS BDS DDSDD K S গোটা-তে ওকটি = একটি। একটা > এগাটা > গাঁটা, গোটা হইতে পারে। প্ৰাচীন কাব্যে গুটি, গোঠে, গোটেক, গটা প্ৰভৃতি বহু রূপ দেখা যায় । ইকণী—স” উৎকুণ । মজিয়া-স” মজ্জা, মসজি ধাতু-নিমজন, মুগ্ধ হওয়া । ভগবতীর নিজমূৰ্ত্তি ধারণ (১৭৭—১৭৮ পৃষ্ঠা ) S११ श्रृर्छ। হুঙ্কার-হুম, হুম শব্দ করা। চণ্ডী হুঙ্কার করিলেন, কিন্তু সে শব্দ পাড়ার লোকে শুনিতে

  • ाईल ना !

S