পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 কৃতজ্ঞতা স্বীকার সাহিত্য সম্বন্ধেও তেঁাহার অনন্যসাধারণ জ্ঞান দেখিয়া আমি অবাক হইয়া গিয়াছিলাম। আমার দুর্ভাগ্য বশতঃ তিন দিন পরেই তিনি মহিষ্ণুরে চলিয়া (28न् । কবিকঙ্কণ পড়িতে পড়িতে দেখিতেছিলাম তাহার রচনা পৌরাণিক আখ্যায়িকার ইঙ্গিতে পরিপূর্ণ। এই-সব allusions সমাধানের জন্য সংস্কৃতশাস্ত্ৰজ্ঞ পণ্ডিতদের শরণাপন্ন হইতে লাগিলাম। ইহঁদের মধ্যে অধুনা স্বৰ্গগত। মহামহোপাধ্যায় পণ্ডিতরাজ শ্ৰীযুক্ত যাদবেশ্বর তর্করত্ন মহাশয় ও আমার বাল্যবন্ধু শ্ৰীযুক্ত বিধুশেখর শাস্ত্রী আমাকে মধ্যে মধ্যে কিছু কিছু সাহায্য কবিতে লাগিলেন । সবচেয়ে বেশী সাহায্য পাইতেছিলাম অধ্যাপক (অধুনা ডক্টর) শ্ৰীযুক্ত সুরেন্দ্ৰনাথ দাশগুপ্ত মহাশয়ের নিকটে । কিন্তু তিনি অল্পদিন পরেই বিলাতে চলিয়া গেলেন । আমি বিপদে পডিলাম । তখন মনে করিলাম। আমি নিজেই সমস্ত বেদ পুরাণ তন্ত্র প্রভৃতি প্ৰাচীন শাস্ত্ৰসমূহ পাঠ করিয়া কবিকঙ্কণের ইঙ্গিতে উল্লিখিত আখ্যায়িকাগুলি আবিষ্কার ও তাঁহাদের ক্রমপুষ্টি নির্ণয় করিব। কিন্তু বই কই ? অামাব ত অবসব নাই যে কোনো লাইব্রেরীতে গিয়া অধ্যয়নে সময় যাপন করিতে পারিব । অনেক ভাবিয়া চিন্তিয়া ডক্টর শ্ৰীযুক্ত নরেন্দ্রনাথ লাহা মহাশয়েব শরণাপন্ন হইলাম। তাহার সহিত আমার সাক্ষাৎ পরিচয় তখন ছিল না। তথাপি তিনি পরম সহস্ৰদয়তার পরিচযা দিয়া এই অপবিচিতকে বিশ্বাস করিয়া ক্ৰমাগত পুস্তক যোগাইয়াছেন ; যখন যে বই চাহিয়া পাঠাইয়াছি, ऊ२न३ डिनि অবিলম্বে নিজের গ্রন্থাগার হইতে অথবা ইমপিরিয়াল লাইব্রেরী বা এসিয়াটিক সোসাইটির লাইব্রেরী হইতে তাহা আনাইয়া নিজের লোক দিয়া আমাকে পাঠাইয়া দিয়াছেন ; যাহা চাহিয়াছি তাহা ত পাঠাইয়াছেনই, যাহা না চাহিয়াছি অথচ আমার কাজে লাগিতে পারে এমন অনেক বই তিনি নিজেই নির্বাচন করিয়া আমাকে পাঠাইয়া দিয়াছেন । তিনি আমাকে এইরূপ অসাধারণ সাহায্য না করিলে এত পুস্তক পাঠ করিবার সুযোগ আমি পাইতাম না । শব্দকল্পদ্রুম, শ্ৰীযুক্ত জ্ঞানেন্দ্রমোহন দাস মহাশয়ের বাঙ্গালা ভাষার অভিধান, রায় বাহাদুর অধ্যাপক শ্ৰীযুক্ত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি মহাশয়ের