পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RQ8 কবিকঙ্কণ-চণ্ডী শ্ৰীপতি, ধনপতি-এইৰূপ নাম বণিকের ধানশালিতাব পবিচায়ক । ধন লক্ষ্মী শ্ৰী শব্দ দিয়া বণিকোব নাম ব্যাখা শাস্ত্ৰবিধি ৷ প্ৰাচীনকালে বৈশ্যগণ বাণিজ্য দ্বাবা প্ৰভুত ধন উপাৰ্জন কবিতেন ; এই কাবণে তঁহাদেব নামান্তর “ধনী” ছিল। মার্কণ্ডেয় চণ্ডীতে সমাধি বৈশ্য বলিয়াছেন :-“সমাধিনাম বৈশ্লোহ হম্ উৎপন্নো ধনিনাং কুলে।” অর্থাৎ, “আমাব নাম সমাধি বৈশ্য ; আমি ধনিগণের ( বৈশ্যগণেব ) কুলে জন্মগ্রহণ কবিয়াছি।” ধৰ্ম্মপুরাণে লিখিত আছে, “ধনো বৈশ্যে ।” অর্থাৎ বৈশ্যেব উপাধি “ধন” হইবে। এখনও গন্ধবণিকৃগণেব “ধন” উপাধি দৃষ্ট হয়। বিষ্ণুসংহিতায় লিখিত আছে :-“ধনোপেতং বৈশ্যন্ত ।” ধনবাচক শব্দ বৈশ্যোব উপাধি বা নাম । বিক্রমকেশরী-৬ষ্ঠ শতাব্দীব শেষকালে বা ৭ম শতাব্দীব প্ৰথমে মঙ্গল কোটেব, শৈব রাজা। এইেব প্রতিষ্ঠিত নংটেশ্বব শিব ( জিনমূৰ্ত্তি ) অস্থাপি বিদ্যমান আছে। এর সময়ে ধনপতি উজানীবাসী বণিক বিদ্যমান ছিলেন। অতএব এর সময়েই বঙ্গে চণ্ডীপূজা প্ৰথম প্ৰবৰ্ত্তিত হয় বোধ হয়। বাসব মঙ্গল-মঙ্গলচণ্ডীর পূজা মঙ্গলবাবে জলপূৰ্ণঘটে দূৰ্ব্ব৷-তণ্ডুলাদি দিয়া কবিতে হয় - পূজ্যে মঙ্গলবাবে চ মঙ্গলাভীষ্টদেবতে। 来源 米 景 蜥 প্রতি মঙ্গলবাবে চ পূজাং কৃত্বা গতঃ শিবঃ । 米 肇 a 米 চতুর্থে মঙ্গলেবাবে সুন্দাবীভিশ্চ পূজিতা 1-ব্রহ্মবৈবৰ্ত্তপুবাণ। অষ্টম্যাঞ্চ নবম্যাঞ্চ পূজা কাৰ্য্যা বিবৃদ্ধিয়ে । পটেষু প্ৰতিমায়াং বা ঘটে। মঙ্গলচণ্ডিকাম৷-কালিকাপুবাণ। অষ্টত খুলদূৰ্ব্বাক্তাং অর্চেন মঙ্গলকারিণীম।—ধৰ্ম্মপূজাবিধান। এই পরিচ্ছেদে কাব্য-বর্ণিত দুটি উপাখ্যানেব সংক্ষিপ্ত আভাস দিয়া কবি শ্ৰোতা ও পাঠকদিগকে প্ৰস্তুত কবিয়া লইলেন। কাব্যবর্ণিত উপাখ্যান দুটির সংক্ষিপ্ত আভাস বৃহদ্ধৰ্ম্মপুরাণে একটি মাত্ৰ শ্লোকে আছে ত্বং কালকেতু-বরদা চছলগোধিকাসি যা ত্বং শুভা ভবাসি মঙ্গলচণ্ডিকাখ্যা । শ্ৰীশালবাহন-নূপাদ বণিজঃ সসুনো রক্ষে ২য়ুজে করিচয়ং গ্ৰাসতী বমন্তী ৷ -लूश्कशूद्धt१, ठद्धय१७, २७18d ।