পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

而带领骑吗碑 ඊෙමී শূণীতে-শোণিতে। F-P 어ti, 어t I ভাগের বিলোন করিল বিবেচন-‘ভগের লোচনা করিল মোচন বা বিলোচন’ পাঠ শুদ্ধ ও অর্থযুক্ত। শতপথ-ব্ৰাহ্মণে এই উপাখ্যানের বীজ দেখিতে পাওয়া যায়-যজ্ঞরূপী প্ৰজাপতির স্বলিত রেত দেখিয়া ভগের নেত্ৰ দগ্ধ হইয়াছিল; পূষা ইহা ভক্ষণ করাতে তঁহার দন্ত ভগ্ন হইয়াছিল।-৬ প্ৰপাঠক, ২ ব্রাহ্মণ, ৭ অধ্যায়, ৪ ব্রাহ্মণ । শ্বতপথ-ব্ৰাহ্মণ অপেক্ষা একটু বড় আখ্যায়িকা দেখা যায় গোপথ-ব্ৰাহ্মণে ( গোপথ-ব্ৰাহ্মণ, উত্তরভাগ, ১২ )। এখানে যজ্ঞকৰ্ত্তা প্ৰজাপতি রুদ্রকে অস্বীকার করেন; রুদ্র যজ্ঞাঙ্গ ছেদন করেন ; এবং সেই যজ্ঞাঙ্গ দেখিয়া ভগের “চক্ষু: পরাপতৎ, তস্মাদ আহুর অন্ধে বৈ ভাগ ইতি” এবং তােহা ভক্ষণ করিয়া “অদন্তক; পূষা”। শ্ৰীমদভাগবতে ( ৪র্থ স্কন্ধ ৫ম অধ্যায় ) দক্ষযজ্ঞবিনাশে বীরভদ্র কর্তৃক ভাগের চক্ষু উৎপাটন ও পূষার দন্ত ভগ্ন করার কথা আছে। বায়ু ও কালিকাপুবাণেও আছে। ভগ ও পৃষা বৈদিক দেবতা ; পরবস্ত্ৰী কালে তঁরা অপরিচিত হইয়া দেবীসমাজ হইতে নিৰ্বাসিত হইয়া পড়েন ও অবৈদিক দেবতা শিব প্ৰধান দেবতা হইয়া প্ৰতিপত্তি লাভ করেন; পূষার দন্ত ভগ্ন ও ভগোিব চক্ষু উৎপাটনের ব্যাপারে আগন্তুক শিবের পরাক্রমে পুরাতন দেবতাদের পবাজয় সূচিত হইয়াছে। (ሉ o পৃষ্ঠা লঙ্গটা-উলঙ্গ, নগ্ন। স” লিঙ্গ বস্ত্ৰ> প্ৰা লিংগবািঢ় > লংগোট , লংগোট মাত্ৰ যাহার সম্বল সে লংগোটিয়া বা লেঙ্গটা = প্ৰায় নগ্ন। অথবা, সত নগ্নাট, হি” লম্ব টাঙ্গা = যাহার অনাবৃত লম্বা পা লোকচক্ষুর গোচর। প্ৰঃ আসিতে লেঙ্গটা রাজা যাইতে যাবা শূন্য। সঙ্গে করি নিয়া যাবে পাপ আর পুণ্য ॥-ময়নামতীয় গান। 4》吻就 ঢালয়ে-ধার, ধারা শব্দ হইতে ঢালা । ৫২ পৃষ্ঠা পেলাইলা-ফেলিল। সং পেল ধাতু গতিতে। প্ৰাণ পেল্প-ক্ষেপণে। অস ও” পেল। ফেলা ভুক্তসমুজঝিতাম।-অমরকোষ। প্ৰঃ আপনার শরে তাক কাটিয়া পেলাইল।--মাধবকান্দলির রামায়ণ । পাএ পেলাইল রাধা তোর গুআ পান।--শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন। জাতি কুল জীবন ७ क्र° cगोम নিছিয়া পেলিলু তার পায়।--জ্ঞানদাস।