পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

è à 0 কবিকঙ্কণ-চণ্ডী সিংহপৃষ্ঠে ভগবাতি-ভগবতী দুর্গাকে ইন্দ্ৰ সিংহবাহিনী করিয়াছিলেন।-বামনপুরাণ। অথবা শিবকে পাবস্ত্রীতে অনুবীক্ত মনে কবিয়া দুৰ্গােব ক্ৰোধসাঞ্জাত সিংহকে ব্ৰহ্মা দেবীব বাহন নিযুক্ত কবিয়াছিলেন।-কালিকাপুবাণ। অথবা কালীকে বধোস্থ্যত ব্যাঘ্ৰ ( ৮৭ পৃষ্ঠা দ্রষ্টব্য )। মুষিকবাহনে গণপতি-গণেশের জন্মদিনে নানা দেবতা নানা উপহাব দিয়াছিলেন, তন্মধ্যে ‘পৃথ্বী মুষিকবাহনং” দিয়াছিলেন (বিবাহপূবাণ)। দশদিকপাল-দশ দিকে বা বক্ষক দেবতা ইন্দ্ৰ অগ্নি যম নিঋতি বৰুণ বায়ু কুবেব ঈশান ব্ৰহ্মা ও অনন্ত ।-বহ্নিপুবাণ । ৯৭-৯৮ পৃষ্ঠাব টীকা দ্রষ্টব্য। গণপুব গণাতে-যমপুবে যমানুচবদিগের্ব সহিত । তম্বলিপ্তে বর্গভীমা-মেদিনীপুব জেলাব ৰূপনাবাষণেব দক্ষিণ তীবে তাম্রলিপ্তি বা তমলুক তামিল জাতিব প্রতিষ্ঠিত প্ৰাচীন নগব , এখানে বগাভীমা দেবীব মন্দিব আছে। প্ৰবাদ আছে যে ধনপতি সদাগবে ঐ মন্দিব নিন্মাণ কাবাইযা দেন, কাবণ বাণিজ্যযাত্রাকালে সদাগবেব নৌকাব সমস্ত পিতল বর্গভীমাব কুণ্ডজলেব স্পশে সোনা হইয়া গিযাছিল । ‘তামলিপ্তি প্রদেশে চা বর্গভীমা বিবাজতে ।”-শক্তিসঙ্গমতন্তু । বর্গভীমাব মূৰ্ত্তিটি নাকি আসলে পদ্মপাণি বুদ্ধেব , এখন দী-দেবতাব নামে পবিচিত ও পূজিত হইতেছে। ১৭ পৃষ্ঠা সঙ্কেত মাধব-উড়িষ্যায় যেখানে বাজা গালমাধবের সঙ্গে ইন্দ্ৰদ্যুম্ন সাক্ষাৎ কবিয়া জগন্নাথের মন্দিব যে তঁাবই বাচিত তাহা সঙ্কোত দ্বাবা সাব্যস্ত কবেন সেই স্থান । — উৎকল-খণ্ড । নীলগিবি পঞ্চতীর্থে-উড়িষ্যাব নালাগিবিব সন্নিহিত পঞ্চতীর্থ-( ১ ) পুবষোত্তম-ক্ষেত্র ( পুৰীধাম )-বৈষ্ণবতীর্থ , ( ২ ) ভুবনেশ্বব-শৈবতীর্থ , ( ৩) ‘অর্কক্ষেত্র ( কোনার্ক)-সৌন্বতীর্থ ; ( $ ) বির জাক্ষেত্র (যাজপুব )-শাক্ততীৰ্থ , ( ৫ ) মহাবিনায়কক্ষেত্র ( ধানমণ্ডল ষ্টেশন হইতে চার মাইল দূবে মহাবিনায়ক পৰ্ক ত ) -গাণপত্য তীর্থ। । জাজপুর-উড়িষ্যাৰ প্ৰসিদ্ধ যাঙ্গপুৰ নহে, এ জাজপুব বাঢ়দেশে হুগলি ঃে লায়। এখানে ধৰ্ম্মঠাকুরের দেহাব আছে। 研r5夺〔研不5|外邓 হয়।্য সড়ে একমন। প্ৰবেশ কবিল প্লাজপুত্র।-শূন্যপুরাণ।