পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরাণীর জন্মপাল SćłS १४ श्रृर्छाब अडिब्रिद्धा श्राट्ने । আন-অন্যথা । স” অন্য > প্ৰা” অন্ন > বা? আন । প্ৰঃ দুইজনে করি বু, ছিষ্ট ইথে নাহিক আন।-শূন্য পুরাণ। তোহ্মার বোলত আহ্মে না করিব আনি।--শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন। সমাধান-মীমাংস ৷ প্ৰঃ করা সমাধান বুঝিলাম কান আর না বলিহ মোরে।-চণ্ডীদাস । ঠাকুরাণীর জন্মপালা (৫৪-৫৫ পৃষ্ঠা ) १8 श्रेष्ठे ছাগ মাথে দক্ষকন্ধে-দক্ষযজ্ঞের বীজ শতপথ-ব্ৰাহ্মণ, কৌষিতকী-ব্ৰাহ্মণ, গোপথ-ব্ৰাহ্মণ প্রভৃতিতে আছে। পরে অঙ্কুরিত দেখা যায় রামায়ণ ও মহাভারতে ; পল্পবিত হইয়া উঠে পুরাণে । দাক্ষায়ণী সতীর পাৰ্ব্বতী হইয়া জন্মগ্রহণের বীজ শতপথ-ব্ৰাহ্মণে দেখিতে পাওয়া যায়। সেখানে প্ৰজাপতি দক্ষ যে যজ্ঞ কবেন তাহা দাক্ষায়ণ যজ্ঞ নামে পরিচিত; দক্ষ সন্তানগণও দাক্ষায়ণ নামে উক্ত হইয়াছে; এবং স্বয়ং দক্ষের অপর নাম পাৰ্ব্বতি ( পৰ্ব্বতপুত্র ) পাওয়া যায়।-শতপথ-ব্ৰাহ্মণ, ৪ প্ৰপাঠক, ১ ব্ৰাহ্মণ, ৪ অধ্যায়, 835和이 | রামায়ণে হীর ধনুর পরিচয়প্রসঙ্গে দক্ষযজ্ঞের যে বর্ণনা আছে তাতে দেখা যায় মহাদেব যজ্ঞভাগ না পাওয়াতে ধনু দিয়া দেবতাদের অঙ্গশাতন করেন; পরে স্তবে তুষ্ট হইয়া শান্তিত অঙ্গ আবার জোড়া লাগাইয়া দ্যান। মহাভারতে আছে-দক্ষ যজ্ঞভাগ দিতে অস্বীকার করাতে দেবী পাৰ্ব্বতী দুঃখিত হইয়া শিবকে উত্তেজিত করেন; শিব মুখ হইতে এক ভীষণ প্রহর্ষণ সৃষ্টি করিয়া সেই অস্ত্ৰকে যজ্ঞ বধ করিতে আজ্ঞা দ্যান ; সেই অস্ত্র তৎক্ষণাৎ দক্ষযজ্ঞ বধ করিল-“ছিত্বা শিরো বৈ যজ্ঞস্য ।” তখন ব্ৰহ্মা ও দক্ষ করজোড়ে সেই অস্ত্রের ও মহেশ্বরের স্তব করিলেন, দক্ষ মহেশ্বরকে প্ৰণাম করিলেন, এবং মহেশ্বর গ্ৰীত হইয়া দক্ষকে যজ্ঞসাফল্য বর দিয়া প্ৰস্থান করিলেন। এখানে যজ্ঞের শিরশেহ্রদের কথা আছে, कब्र नई ।