পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তরাপথের লিপিমালা । ԳՎ) ইতিহাসন-মথুরা হইতে আগ্রা যাইবার পথে, মথুৱারি ১৩ মাইল দক্ষিণে এই খোদিত লিপিযুক্ত পাষাণখণ্ড ১৮৮৬ খৃষ্টাব্দে कांनिश्भू श्रुष्ठुरु আবিষ্কৃত হইয়াছিল। বিবরণ-খোদিত লিপিটি এইরূপ,- २०, ७ মাস্তবাস-প্ৰস্তর-খণ্ডের উপরে সোপানাবলী খোদিত হইয়াছে, সোপানের উদ্ধে দণ্ডায়মান ব্যক্তিবিশেষের পদদ্বয় মাত্র অবশিষ্ট আছে, নিয়ে নতজানু উপাসকের মূৰ্ত্তি। বুদ্ধদেব ত্ৰয়ন্ত্রিংশৎ স্বৰ্গ হইতে মাতার নিকট স্বীয় ধৰ্ম্ম ব্যাখ্যা করিয়া যখন ভূতলে প্রত্যাবৰ্ত্তন করিতেছেন, ইহা সেই সময়ের চিত্র। সংকাশ্যে বুদ্ধদৰ্শন-লোলুপ জনসঙ্ঘ ভেদে অক্ষম হইয়া ভিক্ষুণী পুণ্ডরীকবর্ণ জনতার বাহিরে অবস্থান করিতেছিলেন। বুদ্ধের কৃপায় তিনি চক্ৰবৰ্ত্তী রাজার শরীর প্রাপ্ত হইয়া সোপানাবলীর পাদদেশে উপস্থিত হইতে সক্ষম DD DS DD SBKKB DBDDBDB DBB BD S BBBD S DDD BBBD DBDBD অজ্ঞাত। ত্ৰিয়ন্ত্রিংশৎ স্বর্গের অবতরণের চিত্র বরাহুতে, মথুরায়, গান্ধারে, সংকাশ্যে ও বারাণসীতে আবিষ্কৃত হইয়াছে । ১২৩ ৷ শতধারার প্রস্তার-নিম্মত বাক্সের খোদিতলিপি । পুনেৰ্বাল্লেখ০-১৮৫৪ কানিংহাম, ভিলসা টােপস, ৩২৫ পৃঃ ७ भू-शका २d '& नश् 8 ।। * ইতিহাসন-ভূপাল-রাজ্যের অন্তৰ্গত ভিলসা ( প্ৰাচীন বিদিশা।) নগরের নিকটবৰ্ত্তী সঁচি গ্রামের প্রান্তস্থিত শতধারা নামক স্থানের স্তুপে স্তার আলেকজাণ্ডার কানিংহাম কর্তৃক আবিষ্কৃত প্ৰস্তরী-নিৰ্ম্মিত কৌটার অন্তর্দেশে এই খোদিত লিপি আবিষ্কৃত হইয়াছিল । বিবৰুৱান-খোদিত লিপিটি এইরূপ,- সারিপুতস “সারিপুত্রের ভস্মাবশেষ।” মন্তব্য-সোনারি গ্রামের স্তুপমধ্যে খননকালে স্তার আলেকজাণ্ডার কানিংহাম পাষাণ-নিৰ্ম্মিত শরীর-নিধানে এই খোদিত লিপি আবিষ্কার করিয়া e