পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথানুসারে হরানন্দের বাগৃদত্তা ছিল। ক্রমে হরানন্দের ৷ নববধূ মজিলপুরে শ্বশুর ঘর করিতে আসিলেন। শ্বশুর। শাশুড়ী নাই, গৃহে বড় ননদ গৃহিণী, বৃদ্ধ দাদাশ্বশুর অন্ধ । ও বধির হইয়া দ্বিতীয় বাল্যদশা যাপন করিতেছেন, ঘরে। আর কেহ নাই। বালিকাবন্ধু গােলোকমণি অতিশয় বুদ্ধিমতী ও কাৰ্য্যপটু ছিলেন। অতি অল্পদিনের মধ্যেই ননদের সহিত র্তাহার অসদ্ভাব - জন্মিয় গৃহে ঘোর অশান্তি উপস্থিত হইল । এই অশান্তির ফলে শিবনাথের শৈশব জীবন ঘোর সঙ্কটময় । হইয়াছিল। তিনি আত্মজীবনীতে তুহার বর্ণনা করিয়াছেন। কলিকাতা সংস্কৃত কলেজে পড়িতে লাগিলেন। কলেজ হইতে বাহির হইয়া মজিলপুরে গবর্ণমেণ্ট স্কুলে পণ্ডিত কৰ্ম্ম লইয়া । দেশে বাস করিতেন। হরানন্দ ভট্টাচাৰ্য স্বগােত্রীয় ব্রাহ্মণদিগের মধ্যে প্রথমে রাজসেবা করেন ; তৎপূর্বে কেহ কখনও রাজকাৰ্য্য করেন নাই। গবৰ্ণমেণ্টের অধীনে কৰ্ম্ম লওয়াতেও । জ্ঞাতিগণের মধ্যে র্তাহার বিলক্ষণ নিন্দা হয়। – ! গবৰ্ণমেণ্টের চাকরি ভিন্ন আত্নঃ এক কারণে জ্ঞাতিগণের ভিতর তীর “সাহেব' বলিয়া নিন্দ ছিল—পায়ে চটি এবং গারে । গেঞ্জি দিতেন বলিয়া তীর সাহেবী আনার চূড়ান্ত হইয়াছিল। । সেকা I t s ' cባማ tt y. 2 ভেদ ! श्ब्रांनी . יי # "י) ש"י ? Grí R . م" :--" ' ". . k . - I - . . , i " ,ጰ. r ፳