পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

berg শিবনাথ-জীবনী । नांई। डिनि बांदा ७ शांटक जासूनां निन ७ ऊँशिएशन মন যন্ত্রণা দূর করুন। তাহারা এতকাল আমাকে যে আশীৰ্ব্বাদ দিয়া আসিতেছিলেন, তাহা এখন আমার প্ৰিয়তমা ভগ্নীদিগকে ও আপনাদিগকে দিন। যদিও একমাত্র পুত্র হয়ে পিতার গৃহে স্থান” পাইলাম না ভাবিলে বড় ক্লেশ হয়, তথাপি জগদীশ্বর তাহাও সহিবার শক্তি দিয়াছেন । এ প্ৰাণ যতদিন থাকিবে ততদিন সত্য ও সৎ বলিয়া যাহা বোধ হইবে তাহা করিব। কৰ্ত্তব্য জ্ঞানের নিকট স্নেহময়ী জননীকেও বলি দিতে যে প্ৰস্তুত, কার সাধ্য তাহাকে সত্য পথ হইতে নিবৃত্ত করে, ত্ৰিভুবনের লোক একত্ৰ হইলেও আমি যাহা উচিত বলিয়া ভাবিব তাহা DDBD S BBBD SBD SDBDDDBD S BB DS SDDBDBS SBD বার বার পিতার দ্বারে যাইব বার বার তাড়িত হইয়া আসিব, যত কাল তাহারা থাকিবেন, এইরূপ করিব । অবশেষে যখন মরিব তখন যদি আপনার বাচিয়া থাকেন কেহ আমার কথা জিজ্ঞাসা করিলে বলিবেন, “যাহা করিয়াছিলাম, সরল ভাবে কৰ্ত্তব্য জ্ঞানেই করিয়াছিলাম। মনে কিম্বা কাৰ্য্যে পারাৎ পক্ষে কপটতার লেশ মাত্র রাখি নাই ।” আর লিখিতে পারিতেছি না । বাবাকে হাতে পায়ে ধরিয়া এই পত্র খানি শুনাইবেন, কারণ, শুনিয়া যদি তিনি প্ৰসন্ন হন, পরে লিখিব। -- हैंडि औभियनाथ उछां” ঐ সালেই স্বৰ্গীয় দ্বারকানাথ বিদ্যাভূষণ মাতুল মহাশয়কে লিখিত পত্র হইতে :- .