পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তরাপথের লিপিমালা । ac হইবে। ইহার উৰ্দ্ধদেশ ভগ্ন, শিলাপট্টের উভয় পার্থে স্তম্ভ ও এতদুভয়ের মধ্যে একটি সুন্দর স্তুপ খোদিত আছে। স্তুপগাত্রে দুইটি সুন্দরী দেব-নর্তকী বিচিত্র ভঙ্গীতে দাঁড়াইয়া আছে। উৰ্দ্ধে কিন্নরেরা পুষ্পবৃষ্টি করিতেছে। মথুরার চিত্রশালায় হোলি দারওয়াজায় আবিষ্কৃত আয়াগপটে ইহার অনুরূপ চিত্ৰ খোদিত আছে। ইহা এক্ষণে লক্ষেীর চিত্রশালায় রক্ষিত আছে। ইহার অক্ষর খৃষ্টপূর্ব প্ৰথম শতাব্দীর অক্ষর । ৩৬। কঙ্কালি টলার জৈন মূৰ্ত্তির খোদিত লিপি। পুনেৰ্বাল্লেখ,-১৮৯১ বুলার, একাডেমি, ৩৯ খণ্ড, ৩৭৪ পৃঃ; ১৮৯১ বুলার, ভা-অ-প, ৫ম খণ্ড, ১৭৯, পৃঃ, ১৮৯২ বুলার, এ-ই, ২য় খণ্ড, ২০০ পৃঃ, ৬ নং ও মুফ ; ১৮৯৪ বুলার এ-ই, ২য় খণ্ড, ৩১৪ পৃঃ ও মুফ ; ১৯০১ বুলার স্মিথ, আ-স-রি, নবপৰ্য্যা, ২০ খণ্ড, ২৫ পৃঃ, ও মু-ফা ১৮। ইতিহাসন,-মথুরার নিকট কঙ্কালি টিলা নামক স্থান খননকালে ডাক্তার ফুরার এই খোদিত লিপি আবিষ্কার করেন। বিনবন্ধকৰণ,-ভগবা নেমেসে ভগৎ • • • • • 兔 “ভগবান নেমেসো ( নৈগমেষ ) ভগবান, • • • • •” মন্তব্য-রক্তবর্ণ প্ৰস্তুর-নিৰ্ম্মিত শিলাপট্টে অজমুখ দেবতা সিংহাসনে বসিয়া আছেন, তঁহার বামে একটি শিশু ও দুইটি মহিলা ও তঁহাদিগের পরে আর একটি মহিলা ও জনৈক ভারবাহকের উদ্ধদেশ মাত্র আছে। এই চিত্রের নিয়ে খোদিত লিপিটি উৎকীর্ণ আছে। ডাক্তার জ্যাকোবি ( Hermann Jacobi ) ও ডাক্তার বুলারের মতে নেমেষ ইন্দ্রের সেনাপতি হরিনেগমৌসী । ভিয়েনার বিশ্ববিদ্যালয়ের পুস্তকাগারে নেমিনাথ-চরিত নামক জৈন গ্ৰন্থবিশেষে এই বিবরণ পাওয়া যায়,-“প্ৰদ্যুমের যশোলাভে ঈর্ষান্বিত হইয়া সত্যভামা ক্ৰোধাগারে গমন করিলেন, তথায় কংসারি তাহার ক্ৰোধোপশমের চেষ্টা করিলে সত্যভামা বলিলেন যে, আমি প্ৰদু্যমের সম-যশস্বী পুত্র লাভ করিতে না পারিলে প্ৰাণত্যাগ করিব। তাহার দৃঢ়চিত্ততা জানিয়া কৃষ্ণ দেবতা নৈগমেন্সীয় উদ্দেশে উপবাস করিতে আরম্ভ করিলেন ও অষ্টাহে একদিন মাত্ৰ আহায় করিতে লাগিলেন। তখন নৈগমেসী প্ৰসন্ন হইয়া কৃষ্ণের নিকট আসিলে, তিনি