পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S OS. শিবনাথ-জীবনী । হইয়াই পরীক্ষণ দিলেন। কিন্তু হায়! যাহার জন্য এই ভীষণ আত্মনিগ্ৰহ-সেই মহালক্ষ্মী পরীক্ষার একমাস পরেই মারা গেলেন। সেই তীব্ৰ শোকের সময় সংবাদ আসিল, শিবনাথ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়া ইউনিভারসিটিব প্রথম শ্রেণীর স্কলারশিপ ৩২২ টাকা, ভাষার জন্য ডফ স্কলাবসিপ ১৫, এবং সংস্কৃত কলেজের প্রথম স্কলারসিপ ১২১৬ সৰ্ব্বাসমতে ৫৯/৩ টাকার বৃত্তি পাইলেন। মহালক্ষ্মীর মৃত্যুতে এ সংবাদ শিবনাথেৰ প্ৰাণে নিদাৰুণ জ্বালা উপস্থিত করিল। ভাবিলেন, “হায় মহালক্ষ্মী, তোমার জন্যই এতি ংগ্ৰাম করিলাম, এত স্কলাবসিপিও পাইলাম, তোমার সাহায্যেব। জন্য তার এক কপদকও লাগিবে না !” কিন্তু শিবনাথের জন্য অন্য এক কঠিন পৰীক্ষা অপেক্ষা কবিতেছিল-সেই পরীক্ষার সময় অর্থের বিশেষ প্রযোজন হইবে। এ স্কলারসিপ মহালক্ষ্মীর জন্য নহে, শিবনাথের নিজের স্ত্রী ও কন্যাব জন্যই ব্যয় করিতে হইবে, একথা কেবল বিধাতারই মনে ছিল,-তিনিই তদনুযায়ী ব্যবস্থা করিলেন। কি আশ্চৰ্য্য তঁহার বিধান! ১৮৬৮ সালে শিবনাথের উদ্যোগে আবার একটি বিধবার বিবাহ হইল। এক্ষেত্রেও বিপুল দায়িত্বের বোঝা তেঁাহাকে বহন করিতে হইল। যেমন যোগেন্দ্র, ঈশান, উমেশচন্দ্র মুখোপাধ্যায়। তেমনি প্ৰসিদ্ধ উকীল শ্ৰীনাথ দাসের জ্যেষ্ঠপুত্ৰ উপেন্দ্রনাথও শিবনাথের একজন বন্ধু ছিলেন। তিনিও সেই সময় সংস্কৃত কলেজের একজন ছাত্র ছিলেন । উপেন্দ্রনাথ তখনকার দিনের একজন অত্যগ্রসব সমাজ-সংস্কারক DB SDDD Duu S D DELB DBDB DBDBDS BDBBD DDBD fift wife Indian Radical League tic (क्षकप्रै जङा