পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

srS शिवनांथ-डौदमी । আবশ্যক । মুঙ্গেরে যে সময়ে নরপূজার আন্দোলন উখিত হইয়াছিল, সে সময় শিবনাথ সে আন্দোলনে যোগ দেন। নইসেই সময়ের सं७ि cांक्षांशी মহাশয় তঁর বিশেষ বন্ধু ছিলেন। ব্ৰাহ্মসমাজের কলাই ঘাটা রাণাঘাটে বিজয়কৃষ্ণের পুত্রের নামVg কবণোপলক্ষে যে আনন্দোৎসব হয সেই উৎসবের দিনেই শিবনাথ প্রথম কেশবচন্দ্রেব দৃষ্টি আকর্ষণ করেন। এই সময়ে অমৃতবাজারের শিশিরকুমার ঘোষ মহাশয় ব্ৰাহ্মসমাজের বিশেষ অনুবাগী বন্ধু ছিলেন ; কিন্তু তিনি ব্ৰাহ্মসমাজে খৃষ্টানদিগের অনুকরণে প্রার্থনা ও অনুতাপের আতিশয্য পছন্দ করিতেন না, বলিতেন যে “আনন্দময়ের ঘরে এত ক্ৰন্দনের রোল কেন ?” তখনকার ব্ৰাহ্মগণ উপাসনার সময় চীৎকার করিয়া ক্ৰন্দন কবিতেন এবং নিজ নিজ দুস্কৃতি স্মরণ করিযী। ভগবানের নিকট মুক্তির জন্য কাদিতেন। তঁরা পরস্পরের পা ধরিয়া কঁদিতেন, কেশবচন্দ্রের প্রতি তাদের ভক্তির উচ্ছাস অদৃষ্টপূর্ব ব্যাপার ছিল! শিশিরবাবুদের ব্রাহ্মগণ আনন্দবাদী বলিতেন। সদানন্দ শিবনাথ এই আনন্দবাদীদিগের নিকট সর্বদাই যাইতেন । তঁহারা যখন “যার মা আনন্দময়ী তার কিবা নিরানন্দ” বলিয়া নৃত্য করিতেন, সেই নৃত্য দেখিয়া শিবনাথ বড়ই আনন্দ বোধ করিতেন। নরপূজার ঢেউ যখন ব্ৰাহ্মসমাজে উঠিল, তখন আনন্দবাদীরা সরিয়া পড়িলেন। h কেশবচন্দ্ৰ বিলাত হইতে প্ৰত্যাগমন করিয়া নব উৎসাহে, নব উদ্যমে, ব্ৰাহ্মসমাজের নানাবিভাগে কাৰ্য্যক্ষেত্র প্রসারিত করিয়া ছিলেন। শিবনাথ সমগ্ৰ মনপ্ৰাণ দিয়া কেশব বায়ুর কাৰ্য্যক্ষেত্রে প্ৰবেশ করিলেন । अभिमादाह्रौं लि