পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লেখমালানুক্রমণী। بر “মনস্তব্য,-লিপিখানি অতি গভীর করিয়া খোদা, সেই জন্য পৰ্ব্বতের গায়ে এখনও বেশ সুস্পষ্ট আছে। উভয়বিধ অক্ষরেই প্ৰাকৃত ভাষায় লিপি খোদিত হইয়াছে। ব্ৰাহ্মী লিপির ভাষা প্ৰাকৃত হইলেও সংস্কৃতের বেশী ঘনিষ্ঠ। মহাযান বৌদ্ধ-সম্প্রদায় সৃষ্টি হইলে, উত্তর-ভারতে এইরূপ সংস্কৃতের নৈকট্য-বিশিষ্ট প্রাকৃত ভাষারই অধিক প্রচলন হয়। ব্ৰাহ্মী লিপিতে “মাদঙ্গীস্য' পদটি অধিক আছে। খরোষ্ঠী অক্ষরে যে প্ৰাকৃত-ভাষা লিখিত হইয়াছে, তাহ ব্ৰাহ্মী অক্ষরে লিখিত প্ৰাকৃত ভাষা অপেক্ষা প্ৰাচীন। এই অক্ষরের লিপিতে তিনটি সি-কারের প্রভেদ রক্ষিত হইয়াছে। উভয় লিপিরই অক্ষর বড় পরিষ্কার ও বৃহদাকার। অতি কঠিন &iनी अiथब्रश १ांटम ईश् cथऊि । কানিংহাম ও বেলী উভয়েই এই লিপিকে খৃষ্টীয় প্ৰথম শতাব্দীতে উৎকীর্ণ বলিয়া অনুমান করেন। ভোগেল আরও কিছু পরবর্তী কালে খোদিত বলিয়া অনুমান করিয়াছেন। প্রাচীন অক্ষর-তত্ত্বের তথ্য নির্ণয় জন্য এই লিপির বিশেষ égझiख्न श्ध्र । ৮ । পঠিয়ার পর্বত-লিপি । পুকেবাল্লেখ্য,-১৯০২ খৃষ্টাব্দে ডাক্তার cडग्भग यद्दे লিপির বিবরণ প্ৰথম প্ৰকাশ করেন। এ-ই ৭খ ১১৭ পৃ ও মুফ। চহাসন,-১৯০২ সালের গ্রীষ্মকালে ডাক্তার ভোগেল কাঙ্গড়া জেলায় প্ৰাচীন কীৰ্ত্তির অনুসন্ধানে বেড়াইতেছিলেন। সেই সময়ে পুর্বোক্ত কানহিয়ার গ্ৰাম হইতে ৯ মাইল দক্ষিণে পঠিয়ার নামক স্থানে বানের নামে ছোট একটি নদীর ধারে পর্বতের ধারে এই লিপি দেখিতে পান। দাধ নামক স্থানে পৰ্যটকদিগের একটা বাঙ্গলা আছে। সেই বাঙ্গলার এক মাইল দূরে এই পৰ্ব্বত অবস্থিত। বায়ুল এক পুষ্করিণীর অধিকারী ছিলেন, এই সামান্য তথ্য চিরকাল জানাইবার জন্য যে এই লিপি খোদিত হইয়াছে, ইহা ডাক্তার ভোগেলের নিকট ভাল বলিয়া বোধ হয় নাই । তিনি “রার্থীদািরস” পদের কোন অর্থ কয়েন DS BDBDB DBD DB BDB DB BD BDBBD DDD DDD S BDD জেলায় “রাখী” নামে এক কৃষিজীবী জাতি আছে ; ভোগেল বলেন,-বায়ুল