পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তরাপথের লিপিমালা । V বিবরণ-খোদিত লিপিটি এইরূপ - ভিক্ষু সুদত্ত সুভব সঙ্ঘ চ “সুভগ সঙ্ঘের (?) ভিক্ষু সুদত্ত......... 参 মন্তব্য,-অধ্যাপক ডাউসন বলেন যে, ইহা কোন স্তম্ভ-পাদমূলে উৎকীর্ণ ছিল। বৰ্ত্তমান অবস্থান অজ্ঞাত। ইহার কোন প্রকার চিত্র বা প্ৰতিকৃতি অদ্যাপি প্ৰকাশিত হয় নাই। ইহার অক্ষর খৃষ্টীয় প্রথম অথবা দ্বিতীয় শতাব্দীর অক্ষর } ১১২। মথুরার বৌদ্ধ খোদিতলিপি পুনেকবাল্লেখ্য,-১৮৭০ ডাউসন, র-এ-সো-প, নবপৰ্য্যায়, ৫ম খণ্ড, ১৮৮, পৃঃ ও ২৮ নং । ১৯১১ বন্দ্যোপাধ্যায়, এ-ই, ১০ম সংখ্যা, ১৪৪ পৃঃ, २७ न३ ७ भू-क् । २००२ लूटन, ब-4-6ना-१, २००२, २८8 १ः । ইতিহাসন-অজ্ঞাত । বিবৰুৱান-খোদিত লিপিটি এইরূপ - (क) নপ বনে শ্ৰীকুণ্ডে (?) স্বকে বিহারে ককটিকানং পচনঃ নিয়তকনাঞ (?) ত্ৰ বস্তুসসি সংকলয়িতব্যঃ সঙ্ঘ প্রকিতেহি ব্যবহারিহি (উ) প (ঠাপিতো যেষাং নিপ )...... (थं) ১ ...য় স্থাবরজাত্র (বু)দ্ধ রক্ষিত জিবশিরি বুদ্ধদাস-সঙ্ঘরক্ষিত ২। ধৰ্ম্মবৰ্ম্ম বুদ্ধদেব অখিল ..... । “ককটিকগণের স্থির রন্ধনশালা, ইহা অন্য কোন গৃহে স্থাপিত হইবে না। Pw & s বনে, শ্ৰীকুণ্ডে, তাহাদিগের আপনি বিহারে, সঙ্ঘপ্রাকৃতিগণের স্থাপিত ...স্থাবরজাত্র, বুদ্ধরক্ষিত, জীবাশ্ৰী, বুদ্ধদাস, সঙ্ঘরক্ষিত, ধৰ্ম্মবৰ্ম্ম বুদ্ধদেব অখিল....” মন্তব্যাপ-রক্তবর্ণ বিশাল প্রস্তরখণ্ডে চতুষ্পার্থে এই খোদিত ffiféí6 উৎকীর্ণ আছে। ইহা এক্ষণে দুই খণ্ডে বিভক্ত হইয়া গিয়াছে। ইহা এক্ষণে