পাতা:ঐতিহাসিক চিত্র (তৃতীয় বর্ষ) - নিখিলনাথ রায়.pdf/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রায়রায়ান চায়েন রায়। মুর্শিদাবাদ নিজামতের যিনি রাজস্বমন্ত্রী ছিলেন, তিনি রায়রায়ান উপাধি লাভ করিতেন । রায়রায়ান শব্দের অর্থ রায়দিগের মধ্যে রায়। ইংরেজীতে বলিতে হইলে Ray of the Rays. এই উপাধি অত্যন্ত গৌরবাত্মক বলিয়া তৎকালে প্ৰচলিত ছিল । মুর্শিদাবাদ নিজামতের রাজস্বমন্ত্রী ব্যতীত বাঙ্গালার অন্য কোন নিজামতের কোন কৰ্ম্মচারী এরূপ উপাধি পান নাই বলিয়া মুসলমান ঐতিহাসিকগণ ঘোষণা করিয়া থাকেন। তঁহাদের এই ঘোষণা নিতান্ত অমূলক বলিয়া বোধ হয় না। কারণ যিনি মুর্শিদাবাদের স্থাপয়িতা, সেই সুপ্ৰসিদ্ধ মুর্শিদকুলী খাঁ বঙ্গরাজ্যের রাজস্বের যেরূপ বন্দোবস্ত করিয়াছিলেন, তৎপূর্বে তাহার সেরূপ বন্দোবস্ত হয় নাই বলিয়াই আমাদের ধারণা । তোড়ারমল্ল ও সা সুজা কর্তৃক বঙ্গরাজ্যের বন্দোবস্ত হইলেও মুর্শিদকুলী খাঁর বন্দোবস্তই সর্বশ্রেষ্ঠ । এই বন্দোবন্ত তাহার জামাতা নবাব সুজাউদ্দীনের রাজত্বকালে সম্পূর্ণ হয়। DBDDB BB BBDBDDBBDBBD DB BKBDB DSDBDD BB BuDuDu BBD DDD DTD ইহা অনায়াসে বুঝা যাইতে পারে। সেই জন্য নবাব সুজাউদ্দীনের সময় তাহার রাজস্বমন্ত্রী বাদসহ দরবার হইতে রায়রায়ান উপাধি লাভ করিয়াছিলেন, এবং উক্ত পদেরও শেষে রায়রায়ান নামই প্রচলিত হয় । কোম্পানীর রাজত্বের প্রথমে অর্থাৎ চিরস্থায়ী বন্দোবন্ত পৰ্য্যন্ত এই পদ প্ৰচলিত ছিল । কিরূপে এই পদের স্বাগষ্ট হইল, আমরা এস্থলে তাহারও একটু সংক্ষিপ্ত পরিচয় দিতেছি । মোগল রাজত্বকালে প্ৰত্যেক সুবাতে একজন নাজিম ও একজন দেওয়ান নিযুক্ত হইতেন। নাজিম শাসন, বিচার ও সামরিক ব্যাপারের কর্তা ছিলেন । • তিনি নৰাৰ বা সুবেদায় নামেও অভিহিত হইতেন। কিন্তু য়াজস্বের তার দেওয়ানের প্রতি অৰ্পিত ছিল। দেওয়ান নাজিমের অধীন ছিলেন না, কিন্তু