পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

न्मदा टाJाष्ट्र ! >N)〉 মিউনিসিপালিটীর অধীন ছিল। হরিনাভি প্রভৃতি স্থানের লোকেরা নিয়মিত ট্যাক্স দিত বটে, কিন্তু গ্রামের কোন কাজই হইত না । শিবনাথ অনেক আন্দোলন করিয়া হরিনাভিতে ভিন্ন মিউনিসিপালিটী করেন । তদবধি এই সকল গ্রামের শ্ৰী ফিরিয়া গিয়াছে। তৃতীয়তঃ তিনি হরিনাভি স্কুলের অশেষ উন্নতি সাধন করেন। পূর্বের বন্দোবস্ত এরূপ ছিল যে শিক্ষকদিগের বেতন দিয়া স্কুলের অভাব মোচনের জন্য একেবারেই টাকা থাকিত না । অর্থের অভাবে বিদ্যালয্যের উন্নতির কোন উপায় করা সম্ভব ছিল না। অর্থ আর কোথা হইতে আসে ? শিবনাথ ভাবিলেন, শিক্ষকদিগের বেতন কমাইয়া যে টাকা উদ্ধত হইবে তাঁহাতে স্কুলের অবশ্য প্রয়োজনীয় অনেক দ্রব্য হইতে পারে। শিবনাথ ১০.০১ টাকা বেতনে হরিনাভি স্কুলের হেডমাষ্টার হইয়া আসিয়া ছিলেন । তিনি নিজে ১০.০১ টাকার স্থলে ৮০৩২ টাকা করিয়া লইতে লাগিলেন এবং অন্যান্য শিক্ষকদিগের বেতন কিছু কিছু কমাইয়া দিলেন। ইহাতে শিক্ষকগণ তঁর বিরোধী হইয়া উঠিলেন। তঁহাদের অসন্তোষ কিছুতেই আর মিটে না। একদিন শিবনাথ সমুদয় শিক্ষকদিগকে ডাকিয়া আনিয়া তঁহাদিগের সম্মুখে ঘড়ি খুলিয়। রাখিয়া বলিলেন “এই দশ মিনিট সময় দিতেছি। ইহার মধ্যে বলিতে হইবে কে কে স্কুল ছাড়িয়া যাইতে চান । যারা থাকিবেন তঁরা আর কোন প্রকার অসন্তোষ sBE DDBBBDBD BDDBD DSS BDB DBDBBS DDD D BDBDS DuBuD uBuB DD BBDBu S BB DD DBDD ভিতর কৰ্ম্ম পরিত্যাগ করিবার ইচ্ছা জানাইলেন না। ফলে