পাতা:রঞ্জাবতী - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&थश ॐ । রঞ্জা |—কাজেই, আপনি না পারলে, আমাদের যেতে হবে বই কি । মণি | – আরো ম’ল ! বলে কি ! রঞ্জা।-বাবা আমার খুজে খুজে লোকের উপকার ক’রে আসতেন, তার পুত্ৰ হ’য়ে আপনার একি আচরণ ? মণি।--ভারী কাজ ক'রেছে । দান ধ্যান, লোকের উপকার। এ সব ক’রে ত সব হ’ল। পৈত্রিক বাস্তুভিটে যেখানে যা ছিল, একদিনে দামোদর সব পেটে পুরে ফেললে। শুধু । লোকের উপকার করলেই যদি দুনিয়া চ’লত, তাহ’লে তোমার বাপের ভিটেয় আজ ঢেউ খেলত না । আর আমন বংশের মেয়ে এই বাগদী রাজার ঘরে প’ড় তো না । বাপ যদি আমার বোকা না হ’ত, তাহ’লে কি পরের উপকার ক’ৰ্বতে গিয়ে, নিজের এত বড় একটা অনিষ্ট ক'রে বসে ! আমাকে কি ভগ্নীপোতের চাকরী ক'রে খেতে হয়। না তার মুখ নাড়া न हैंgट श् । রঞ্জা -এ আপনি কি ব’লছেন দাদা ? মণি -ব’লাব আবার কি ! বলবার আর আছে কি ! তুষ্ট যা আপনার কাজ দেখগে যা। রঞ্জা। —আপনার জন্যে সবাই আমার সাধু বাপের নিন্দে করছে। শুনে আমার কান্না পাচ্ছে। মণি !—কে নিন্দে ক’রেছে বলত ? তাকে একবার নিন্দ। করুবার মজাটা দেখিয়ে দিই। বুঞ্জ।--কার নাম ক’ব, নিন্দার কাজ ক’লেই নিন্দে করে। আপনি বাঙ্গালার রাজার মহাপাত্র আপনার অধীনে