পাতা:রঞ্জাবতী - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R 0 लक्षदडी । সৃষ্টি ।-আজ্ঞে, তাহ'লে-ছাতি-পাখা-গাড়, গামছা গুলো সঙ্গে নিই মণি ৷—“তুই বেটা বড়ই বেয়াদব। সৃষ্টি।-হুজুরের ভাল ক’রতে গেলেও যদি বেয়াদৰী হয়। তা হ’লে সুয়াদবী হয়। কখন। হুজুর লড়াই ক’রবেন, আর আমি পেছন থেকে মাথায় ছাতি ধ’রে থাকবো। আর বাতাস ক’রবো। যুদ্ধ করতে করতে যখন মুখ শুখিয়ে যাবে, তখন গাড়ার জলে কুলকুচো করবেন। আর গামছায় মুখ মুছবেন । ( প্ৰস্থান ) ilma চতুর্থ一刃1 quamas kumus পুরুষোত্তম-পথ | ( দলু সর্দার ও লক্ষী ) দলু।—হঁ। লক্ষ্মী ! বাড়ী থেকে বেরিয়ে অবধি মনটা কেমন কেমন করছে কেন ? লক্ষ্মী --ঘর থেকে বেরুলি, সংসার ফেলে চলে এলি একটু মন কেমন যদি করে তাতে আর আশ্চৰ্য্য কি ? দলু।-আরও কত দিন ত ঘর ছেড়ে বেরিয়েছি, সংসা ? ফেলে কত দিন ত বাইরে বাইরে কাটিয়েছি, কিন্তু এমন ত । কখন হয় নি। লক্ষ্মী ।-অবাক ক’রলে বাবু। তখন যদি নাই করে, তা | বলে এখন কি ক’রূতে নেই। ቶኛ