পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y8 निबनष-औदनी। দেখেন যে অনিমন্ত্রিত হইয়া কেশবচন্দ্ৰ সেন মহাশয় উপাসনায় যোগ দিতেছেন। শিবনাথ যখন ভবানীপুরে ছিলেন, তখন নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় স্ত্রীপুত্ৰ লইয়া বড়ই কষ্টে পড়েন। শিবনাথ নগেন্দ্রবাবুর কষ্টের কথা শুনিয়া তাকে সপরিবারে আসিয়া তার সঙ্গে বাস করিতে অনুরোধ করেন। নগেন্দ্রবাবু অনেকদিন সপরিবারে শিবনাথের গৃহে ছিলেন। যেমন করিয়াই হোক শিবনাথ তাদের ভাৰ বহন করিতে লাগিলেন। এখানে বাস কালে ঠার কনিষ্ঠ পুত্র জন্মগ্রহণ করে। ভক্তিভাজন নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় বিষয় কাৰ্য্য ছাড়িয়া ব্ৰাহ্মসমাজে আসিয়া চিরদিন S DBDB BBBLLDDSS BBBD DDD DDBBD DD Dg সুবরবণ স্কুলে কাজ করিয়া ১৮৭৬ সালের প্রথম হইতে হেয়ার স্কুলে গমন করেন।