পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

६भों डेथ । SVS এপ্রিল মাস পৰ্য্যন্ত অপেক্ষা করা যুক্তি সঙ্গত বোধ হইল না। অদ্য কৰ্ম্ম পরিত্যাগ করিবার জন্য পত্র লিখিলাম । * * * স্কুলের পর ঘরে আসিয়া বিশ্রামান্তে একে একে সকলে জুটিতে লাগিলেন,-শিবচন্দ্ৰ দেব, আনন্দমোহন বসু, দুৰ্গামোহন দাস, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, নগেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায়, যদুনাথ চক্ৰবৰ্ত্তী, কালীনাথ দত্ত, রাধাকান্ত বন্দ্যোপাধ্যায়, গুরুচরণ মহলানবিশ, হবকুমার চৌধুৰী, কামাক্ষ্যাচরণ ঘোষ এবং আমি এই কয়জনে উপস্থিত ছিলাম। প্ৰথমে protest এবং মফস্বলের পত্ৰখানি সংশোধিত হইল । তৎপরে পরে কি কৰ্ত্তব্য তাহা লইয়া বাগ-বিতণ্ডা উপস্থিত হইল। দুৰ্গামোহন বাবু ও দ্বাবি বাবু বলেন, অবশেষে কেশব বাবুকে বেদী হইতে তাড়াইতে না হয় মন্দিব পবিত্যাগ পর্যন্ত করিতে র্যাহারা প্ৰস্তুত নন, তঁহাদিগের সহিত স্বাক্ষর করিব না । এমতে আমরা রাজি DBBD BDSS BB BDDB DBD DDB DB BDB BDBD DDD DBDBDB DBBD DDBD S SBB BD DBBD DDB DDB BuDu প্ৰায় ১টা বাজিযা গেল ।” Èsis faff i sè CFSrifà Indian Mirror-s কুচবিহার বিবাহ স্থির এ সংবাদ প্ৰকাশিত হইল। সেই দিনই গুরুচরণ মহলানবিশ, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এবং কালীনাথ দত্ত, তিনজনে গিয়া প্ৰতিবাদ পত্ৰখানি কেশবচন্দ্ৰ সেন মহাশয়ের হন্তে দিয়া আসিলেন। পরিশিষ্টে এই পত্ৰখানি সন্নিবিষ্ট হইল । যে তেইশজন ব্যক্তি স্বাক্ষর করিয়াছিলেন, তাহদের মধ্যে শিবনাথও একজন । কিন্তু এই protest-খানি শিবনাথই যে লিখিয়াছিলেন। তার প্রমাণ ডায়েরিতেই দেখিতেছি। পরে সকলে মিলিয়া কিছু