পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SWR भिदनांथ-डौयनी । কিছু পরিবর্তন করিয়াছিলেন । এই প্ৰতিবাদ পত্ৰখানির কোন উত্তর প্রদত্ত হয় নাই। এক সপ্তাহের মধ্যে চারিদিক হহঁতে প্ৰতিবাদ পত্ৰ আসিতে লাগিল। কুমারী কলেটের দ্বারা প্ৰকাশিত ১৮৭৮ সালের Brahmo Year Book-এ দেখিতেছি যে, শিবচন্দ্ৰ দেব-প্রমুখ সাতাইশ জন ব্রাহ্মের সাক্ষরিত প্ৰতিবাদ পত্র ব্যতীত, কৃষ্ণকুমার মিত্র, সীতানাথ দত্ত, দয়ালচন্দ্ৰ ঘোষ, প্ৰভৃতি ছাত্রবৃন্দের সাক্ষরিত প্ৰতিবাদ পত্র, কুড়িজন ব্ৰান্ধিকার প্রতিবাদ পত্র প্রেরিত হইয়াছিল। প্ৰসন্নকুমার রায়, কালীনারায়ণ গুপ্ত, রামপ্রসাদ সেন, DDBDBBD DBDBD BkuDuD BBD DBDS BDDBB BDBDBS এবং বিক্রমপুরের ব্রাক্ষিকাগণও প্রতিবাদ করিয়াছিলেন। ব্যক্তিগত ভাবে আনন্দমোহন বসু ও হরগোপাল সরকার প্রতিবাদ করিয়াছিলেন । এই প্রকারে চারিদিক হইতে প্ৰতিবাদ পত্ৰ আসিতে লাগিল, এবং সঙ্গে সঙ্গে বিবাহের আয়োজনও চলিতে লাগিল। এদিকে শিবনাথ হেয়ার স্কুলের কৰ্ম্ম ছাড়িবার জন্য ব্যস্ত হইয়া উঠিলেন। মার্চের শেষ পৰ্য্যন্ত অপেক্ষা করিলে বোনাস ( Bomus ) রূপে স্কুল-ফণ্ড হইতে অনেকগুলি টাকা পাইতেন, এবং বলিতে গেলে সে সময় তঁারও অর্থের বিশেষ অভাব ছিল, কিন্তু তিনি আর দুইটা মাসও অপেক্ষা করিতে পারিলেন না । দুইমাস অপেক্ষা করা তার নিকট এক যুগ প্ৰলিয়া বোধ হইতে লাগিল, এমনি তঁর হৃদয়ের ব্যাকুলত । ১৮৭৮ সালের ১লা মার্চ হইতে বিষয় কৰ্ম্ম পরিত্যাগ করিয়া মহা কৰ্ম্মের আবৰ্ত্তে পড়িলেন। তদবধি কি করিয়া নিজের পরিবার পালন, এবং ব্ৰাহ্মসমাজের সেবা করিয়া আসিয়াছেন সে বড় বিস্ময়কর ব্যাপার ।